জেনে নিন আইফোনের নানান গোপন কোডসমূহ

আইফোন যেনো মোবাইল দুনিয়ার এক অন্যতম নাম। সকলের মাঝে যে ফোনটি নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে সেটি হচ্ছে আইফোন। তবে বেশিরভাগ আইফোনের ব্যবহারকারীরা তাদের সেই ফোনের কিছু গোপন বা সিক্রেট কোড এর বিষয়ে জানেন না। হ্যাঁ, iPhone এর কিছু বিশেষত্ব বা গোপন বিষয় অবশ্যই রয়েছে। আর সেসবের মধ্যেই একটি হচ্ছে আইফোনের বিভিন্ন সিক্রেট কোডসমূহ। যারা iphone ব্যবহার করছেন তাদের মধ্যে আবার অনেকে এটা জানেন না এই ফোনের মধ্যে কিছু সিক্রেট কোড থাকে।

তাহলে সিক্রেট কোড বা গোপন কোড যায় বলুন, এগুলো দিয়ে করে টা কি? কি কাজে আমরা এই গোপন কোড সমূহের ব্যবহার করতে পারবো? দেখুন অনেক ফোনের কিছু গোপন বা সিক্রেট ফিচার থাকে, যেগুলো আপনি কিছু কোড দ্বারা একসেস করতে পারবেন। তেমনই কিছু সিক্রেট ফিচার iphone গুলোতে থাকে যেগুলো কিছু কোড দ্বারা একসেস করা যেতে পারে। তাহলে চলুন দেরি না করে সেসব কোড জেনে এপ্লাই করা যাক।

আইফোনের নানান গোপন ও সিক্রেট কোডসমূহঃ

IMEI (আইএমইআই) নাম্বার আইফোনে বের করার কোডঃ আইএমইআই নাম্বার এর সাথে নিশ্চই সবাই কম বেশি পরিচিত থাকবেন। IMEI মানে হলো International Mobile Equipment Identity, যেটিকে আইএমইআই নাম্বার বলা হয় সংক্ষেপে। যদি কখনো হটাৎ আপনার ফোনটি হারিয়ে গিয়ে থাকে তাহলে এই নাম্বার দ্বারা আইনি সহায়তার মাধ্যমে আপনি আপনার ফোনটি খুঁজে পেতে পারবেন। এমনিতে সকল ফোনের নিজস্ব একটি আইএমইআই নাম্বার থাকে, যেটি মোবাইল চুরি বা হারিয়ে গেলে ফোনটি খুঁজে পেতে সহায়তা করে। iphone এর IMEI বের করার কোডটি হলো, *#06# । আপনার ফোন থেকে এই কোডটি ডায়াল করলে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বার দেখতে পারবেন স্ক্রিনে।

আইফোনের কলার আইডি লুকানোর কোডঃ কেমন হয় যদি, আপনি কাওকে কল করলেন কিন্তু সে বুঝতেই পারলো না সেটি আপনি। বিষয়টি বেশ মজার হবে। হ্যাঁ, এই ফিচারটি সত্যই অনেক মজার, আপনি কাওকে কল করলে সে আপনার কলার আইডি খুঁজে পাবে না।

কলার আইডি হাইড করার ক্ষেত্রেঃ

  • প্রথমে, #31# ডায়াল করুন।
  • যাকে কল করতে চান তার কান্ট্রি কোড এবং ফোন নাম্বার দিন।
  • ডায়াল করুন।

কাজ শেষ, এতটুকুতেই উপভোগ করুন ফিচারটি। তবে এই ফিচারটি অনেকাংশে মোবাইল অপারেটর গুলোর উপর নির্ভর।

কল ওয়েটিং চালু করার কোডঃ আপনি যখন অন্য কারো সাথে কলে কথা বলছেন তখন অন্য আরেকজন আপনাকে কল করলে তাকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার স্বার্থে কল ওয়েটিং চালু করতে পারবেন।

যেভাবে করবেনঃ

  • প্রথমে *43# ডায়াল করুন।
  • কনফার্মেশন স্ক্রিন আসবে সেখানে Dismiss অপশনটি ক্লিক করুন।

কাজ শেষ আপনার। কল ওয়েটিং বন্ধ করার ক্ষেত্রে #43# কোডটি ব্যবহার করতে পারবেন।

আউটগোয়িং কল বন্ধ করার কোডঃ

আপনি যখন কাওকে আপনার ফোনটি দিচ্ছেন তখন সে যাতে আপনার অজান্তে কারো কাছে কল করতে না পারেন সেটি নিশ্চিত করতে এই ফিচারটি চালু করতে পারেন।

যেভাবে করবেনঃ

  • প্রথমে *33* ডায়াল করুন।
  • একটি গোপন পিন দিয়ে # চাপ দিন।
  • ডায়াল করার পর কনফার্মেশন স্ক্রিন থেকে Dismiss অপশনে চাপ দিন।

কাজ শেষ, আবারও এই ফিচার বন্ধ করতে চাইলে #33* ডায়াল করুন।

সর্বশেষ পরামর্শ: বন্ধুরা এই ছিল আইফোন ব্যবহারকারীদের জন্য কিছু গোপন বা সিক্রেট কোড। সবসময় হয়তো এগুলো ব্যবহার করতে হয়না, তবে জেনে রাখাটা অবশ্যই ভালো। আর্টিকেলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেষ করছি আজ, আলাহ হাফেজ।

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.