জীবন বদলে দেবার জন্য ভালো কিছু বইয়ের রিভিউ দিলাম। সময় পেলে পড়ে দেখতে পারেন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

সেলফ হেল্প বা আত্মোন্নয়ন নিয়ে আমার প্রচন্ড আগ্রহ আছে সেই ছোটবেলা থেকেই। এজন্য এখন পর্যন্ত বহু বই পড়েছি এবং কিনেছি, এখনও তাই করি। এই বইগুলো অনেকটা ফাস্ট ফুডের মত- চটকদার, খেতে মজা লাগে কিন্তু স্থায়ী কোন নিউট্রিশন ভ্যালু নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সর্বজনীনও না, লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র। সাফল্য জিনিসটা হাজার হাজার if’s and but’s এর উপর নির্ভর করে, হাজার পরিশ্রম আর প্রস্তুতির পরেও “Luck” বলে একটা ব্যাপার আছে, পরিবেশ পরিস্থিতি সমাজ ইত্যাদির প্রবল ভূমিকা আছে।

একটু খারাপ ভাবে বলি। আত্মোন্নয়ন বইগুলো পড়লে অনেকটা ইন্টেলেকচুয়াল মাস্টারবেশনের মত অনুভূতি হয়, যেটা ঘন্টাখানেকের বেশি স্থায়ী হয়না। এসব বইগুলোতে “তুমিও বিশ্বের সেরা হতে পারবে, তোমাকে দিয়েও সম্ভব” টাইপ কথাবার্তা বলে সাময়িক একটা আনন্দময় কল্পনার জগতে নিয়ে যাওয়া হয়।

সেলফ হেল্প বই পড়ে কতজন বিশ্বসেরা হয়েছে আমি জানিনা, কিন্তু সেলফ হেল্প বই লিখে ও বিক্রি করে মাল্টি মিলিওনিয়ার হবার উদাহরণ ভুরি ভুরি।

তবে কি এসব বই পুরোপুরি ইউজলেস?

মোটেই তা না। অল্প সময়ের জন্য গা ঝাড়া দিয়ে ওঠার স্বপ্ন দেখানো এই বইগুলোর এটুকু ভূমিকাও কম না।

গাদা গাদা সেলফ হেল্প বই পড়ে এবং কিনে আমার অনুভূতি হচ্ছে, দুই ঘরানার মাত্র দুটো তিনটা বই পড়াই যথেষ্ট।

পজেটিভ ঘরানা মানে “তোমাকে দিয়েই হবে”
স্টাইলের এই দুটো বই পড়তে পারেনঃ

Think and Grow Rich- Napoleon Hill

এইটা একটা ক্লাসিক, বিলিওনিয়ার এন্ড্রু কার্নেগীর সাথে কাজ করতে গিয়ে নেপলিয়ন হিল লিখেছিলেন বইটা

You Can Win- Shiv Khera

নেগেটিভ ঘরানা, মানে “মাটিতে পা রাখো এবার” এ স্টাইলের এই বইটা মাস্ট পড়তেই হবেঃ

The Subtle Art of Not Giving a Fuck- Mark Manson

এই বছর আর কোন সেলফ হেল্প বই না পড়লেও উপরের এই বইটা পড়বেন, কাজে দিবে।

ধারাবাহিক পর্ব চলবে……

Related Posts

16 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.