জানা-অজানা প্রশ্নোত্তর পর্ব (১৬)

১= ইংরেজিতে লেবেল(level) এমন একটি শব্দ যেটা আপনি উল্টো করে লিখেলেও একই থাকবে।

২= হিটলার এবং স্টালিন প্রায় চার কোটির মত মানুষকে মেরে ছিল কিন্তু তারা শান্তিতে নোবেল প্রাইজ পায়।

৩= কেউ যদি ঘুমের ভিতরে নাক ডাকতে থাকে তাহলে ভাববে যে কখনোই ওই টাইমে স্বপ্ন দেখবে না।

৪= আগস্ট মাসের সব থেকে জন্মদিন বেশি হয় কারণ এই মাসেই জন্মগ্রহণ করে সব থেকে বেশি।

৫= ডেল,কম্পিউটারের মালিক মাইকেল ডেল মাত্র 1 ডলার নিয়ে ব্যবসায়ী নেমেছিলেন।

৬= অজগর একমাত্র সাপ যারা শত্রুকে গিলে ফেলে

৭= যে মানুষগুলোর বেশি নাক ডেকে ঘুমায় তারা স্বপ্ন দেখে কম।।

৮= ব্রাজিল এক ধরনের প্রজাপতি আছে যাদের গন্ধ এবং দেখতে অনেকটা চকলেটের মতো।।

৯= অজগর সাপ একসাথে 12 টি থেকে প্রায় 36টির মত ডিম দিয়ে থাকে।।

১০= পৃথিবীর সব থেকে ছোট নদীর নাম হল রিভার ডি।।

১১= পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী হল পিপরা কারণ যারা নিজের ওজনের থেকেও দশগুণ বেশি নিতে পারে।।

১২= পরশ পাথর দিয়ে স্বর্ণ তৈরীর ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন কিন্তু তা পারেননি।।

১৩= ফিলিপাইনের এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ।।

১৪= ডিমে প্রায় সব ধরনের ভিটামিন থাকে শুধুমাত্র ভিটামিন সি ছাড়া।।।

১৫= পোর্টল্যান্ডের কোন স্বামী-স্ত্রী বা দম্পতি যদি বিবাহের 50 বছর কাটাতে পারে তাহলে তাদের প্রেসিডেন্ট পদক দেয়া হয় সেই স্বামী স্ত্রীকে।

কেমন হল ভাল হলে এই পোস্টে একটা কমেন্ট করে দিবেন আর কেমন হয়েছে সেটাও জানিয়ে দিবেন যদি এই ধরনের পোস্ট আরো পেতে চান তাহলে এই সাইটে সঙ্গে থাকুন এবং কোন বিষয় নিয়ে জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না

 

আর এই ধরনের বিষয়ে যদি আরো জানতে চান তাহলে এর আগের পর্ব গুলো আপনারা দেখতে পারেন এর পর্ব গুলো দেখার জন্য আপনারা উপরে দেখতে পারবেন একটা সার্চ বক্স রয়েছে এই সাত বক্সের উপরে আপনার ক্লিক করে কোন পর্ব দেখতে চান সেই পর্বের নাম দিবেন তাহলে আপনার সামনে কাঙ্ক্ষিত পর্বটি শো করবে।।।

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.