ছবি তোলার সাথে সাথেই সরাসরি ক্যামেরা থেকে প্রিন্টআউট হবে ছবি

টেকনোলজি রিলেটেড আজকে ইন্টারেস্টিং একটা গ্যাজেট নিয়ে আলোচনা করব।গ্যাজেট বলা যায় না কী তা আপাতত আপনারাই সিদ্ধান্ত করে নিতে পারেন।গ্যাজেটটি একটি ক্যামেরা গ্যাজেট।এটি অন্যান্য সাধারণ ক্যামেরার মতোই তবে এটির বিশেষ একটা কারণ আছে যার জন্য এই ক্যামেরাটি অনেকেরই অর্থাৎ বিশেষভাবে ফটো প্রেমিকদের নজর কেড়েছে।তো কেন এই ক্যামেরাটি বিশেষ সেটিই আজ আমরা জানব তো চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।

ছবি তুলতে আমরা কে না পছন্দ করি।হাতের ফোনটি দিয়ে কোন অনন্য বস্তু দেখলেই ছবি তোলা শুরু করি।আর সেলফির কথা আলাদা ভাবে বললাম না।
এখনকার ফোন গুলোতেও তাই বিশেষ করে ক্যামেরার দিকে নজর বেশী দেয়া হচ্ছে।আর দেখা যায় সেলফি ক্যামেরার দিকেই বেশী নজর দেয়া হচ্ছে কারণ আজকালকের সবাই বেশীরভাগ সেলফি ক্যামেরাটাই ব্যবহার করে থাকে।তাই অনেকেই ফোন কিনার আগে অন্যান্য ফিচারগুলো দেখার আগে ক্যামেরাটা দেখে নেয়,ক্যামেরা ভালো হলেই ফোন বিক্রি হবার সম্ভবনাও থাকে বেশী।
এখন আসি DSLR ক্যামেরা নিয়ে।এটা হয়তো সবাই চেনেন।পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করার মাধ্যমে যেকোন ছবিকেই ফুটে তুলে DSLR ক্যামেরা।এই DSLR ক্যামেরার ছবি তাই অনেকেই ফ্রেমে করে বাঁধিয়ে নিজের বেডরুম বা ড্রয়িং রুমে টাঙিয়ে রাখতে চায়।তবে DSLR থেকে সরাসরি ফটো প্রিন্টআউট করা কিছুটা ঝামেলা ও সময়সাপেক্ষ অর্থাৎ আপনাকে স্টুডিওর দোকানে যেতে হবে তারপর কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপরই আপনার হাতে কাঙ্খিত ছবি । কিন্তু কেমন হত যদি ছবি তোলার সাথে সাথেই ছবি প্রিন্ট হয়ে সরাসরি ক্যামেরা থেকে বেরিয়ে আসত?

আর এই ভাবনাটাকেই বাস্তব করেছে Fujiiflim কোম্পানি। তারা Intax mini9 নামে একটি ক্যামেরা সম্প্রীতি বাজারে ছেড়েছে যা দিয়ে আপনি যেকোন কিছুরই ছবি তুললেই সরাসরি ক্যামেরা থেকেই প্রিন্টআউট হয়ে যাবে,আর ছবিও বের হবে একদম High Quality’র ব্যাপারটা দারুন না?
এর জন্য অবশ্য প্রয়োজন হয় বিশেষ এক ধরণের কার্ড।যা ক্যামেরার পিছনে ঢাকনা খুলে সেটআপ করতে হয়।একটা কার্ড দিয়ে একাধিক ছবি তোলা যাবে।এতে ব্যবহার করা হয় সাধারণ পেন্সিল ব্যাটারি। অর্থাৎ ঘড়িতে যে ধরণের ব্যাটারি আপনারা ব্যবহার সেই ধরণেনই ব্যাটারি।এরকম দুটি ব্যাটারি ব্যবহৃত হয়।আর এক জোড়া ব্যাটারি দিয়ে সম্ভবত প্রায় একশটির মতো ছবি তুলতে পারবেন।ক্যামেরার পিছনে একটা নির্দেশক আছে,যা নির্দেশ করে যে আপনি কয়টি ছবি তুলতে, তবে এটা চার্জ কে নয়,অর্থাৎ যে কার্ডটি আপনি ঢুকিয়েছেন, একটি ছবি তোলা হয়ে গেলে আর কতগুলো ছবি তোলা যাবে সেটাই নির্দেশ করে।সামনে ক্যামেরার লেন্স ঘুরিয়ে আপনি বিভিন্ন আলোতে ছবি তোলার জন্য ক্যামেরাকে উপযোগী করে তুলতে পারবেন।

এখন আসি ছবি তোলায়। আপনি একটা ছবি তোলার কয়েক সেকেন্ডর মধ্যেই একটা বিশেষ কাগজে ছবিটি ক্যামেরা থেকে প্রিন্টআউটের মতোই বের হয়ে যাবে।তবে প্রথমে কাগজটি সাদা থাকবে আস্তে আস্তে ডেভেলপ হবে।আর কয়েকমিনিট পরই আপনি হাতে পেয়ে খুব সুন্দর একটি ছবি।এভাবে একটি কার্ড দিয়ে কয়েকটি ছবি তোলা যাবে।একই রকমভাবে আরও কার্ড দিয়ে আরও সুন্দর ছবি তোলা যায়। এতে আবার ফ্ল্যাশ লাইট ও আছে।বাজারে ৫ টি ভিন্ন রঙের ক্যামেরা Available আছে।

আশা করি আজকের আর্টিকেলটি পড়ে ভালো লেগেছে । কোথাও ভুলত্রুটি হলে দুঃখিত। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
ধন্যবাদ।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.