চলমান করোনা পরিস্থিতিতে মিডিয়া ও আমাদের জীবনযাত্রা।

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম,

আশা করি ভালো আছেন ও সুরক্ষিত আছেন। নিয়মিত করোনা সংবাদ দেখছেন ও শুনছেন। শুনে শুনে একবার স্বস্তি পাচ্ছেন আবার অস্বস্তিতে থাকছেন। আমারও এমনটাই হচ্ছে।  আজ আপনাদের সামনে চলমান করোনা পরিস্থিতিতে ঘটতে যাওয়া কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়গুলো আমাদের দেশ সহ বিশ্বের প্রতিটি দেশে ঘটে যাচ্ছে। হয়তো ইচ্ছায়, নয়তো অনিচ্ছায়। হয়তো কেউ কেউ নিজেকে আলোচনায় আনার জন্য। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। বিষয়গুলো নিন্মরুপ।

মিডিয়া সংবাদঃ

সকাল ৮ টা- চলতি মাসের মধ্যেই করোনা বিদায়, বলছে গবেষণা।

৯ টা- বিজ্ঞানীরা জানালেন করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে

১০ টা- জীন উম্মোচন হলো করোনার।

১১ টা- রূপ পাল্টে আরো শক্তিশালী হচ্ছে করোনা।

১২ টা- গবেষকদের দাবী তাদের আবিষ্কৃত ভ্যাকসিন ৯৯.৯৯ ভাগ সফল।

১ টা- দুই বছরের আগে আসছে না করোনার ভ্যাকসিন- WHO।

২ টা- হার্ড ইমিউনিটিতেই করোনা মুক্তি বলছেন বিশেষজ্ঞরা।

৩ টা- গবেষকদের দাবী- হার্ড ইমিউনিটি যথেষ্ট নয়।

৪ টা- ভ্যাকসিন তৈরির শেষ ধাপে পৌঁছেছে জাপানী বিজ্ঞানীরা।

৫ টা- জাপানে ভ্যাকসিনের ১ম ধাপের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী খোঁজা হচ্ছে।

৬ টা- কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে বললেন বিশেষজ্ঞরা।

৭ টা- গবেষণা বলছে ৬ ফুট দূরত্বও যথেষ্ট নয়।

৮ টা- দেশে করোনা আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজার ছাড়াল।

৯ টা- ইতিমধ্যে বাংলাদেশের ৫০% মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

১০ টা- চিকিৎসায় করোনা ঠিক হয়, আক্রান্তদের ভয়ের কিছু নেই।

১১ টা- মৃতের সংখ্যা কয়েক কোটি ছাড়াতে পারে।

এ অবস্থায় আমরা আছি মাইনকা চিপায়। এই সুযোগে মজা নিচ্ছে মিডিয়া। রোলার কোস্টারের মত একবার উপরে তুলতেছে, আবার নিচে নামাইতেছে।

সত্যিকার অর্থে করোনা এতো রুপ পরিবর্তন করে নাই, যতটা মিডিয়ায় প্রচারিত হচ্ছে। আপনারা আতংকিত না হয়ে স্বাস্থবিধি মেনে চলুন। সুরক্ষিত থাকুন।

আল্লাহ হাফেজ….

Related Posts

5 Comments

  1. মিডিয়াকে দোষ দিয়ে লাভ নাই ভাই, সব কর্তার ইচ্ছায় হয়।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.