(ঘ) উদ্দীপকে ছকে উল্লেখিত X এবং Y মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব উল্লেখ কর।

উত্তরঃ উদ্দীপক অনুসারে  Y পরমাণুটির পারমানবিক সংখ্যা ১১।সুতরাং পরমাণুটি সোডিয়াম।

এর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপঃNa(11) =2,8,1ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তার Na পরমাণুটি তার সর্ব বহিস্থ স্তরে ১ টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ Na- (Na+) + e-আবার X মৌলটির পারমাণবিক সংখ্যা ১৭।

অর্থাৎ মৌলটি হলো Cl.ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস (CL)- 2,8,7ক্লোরিনের সর্ব বহিস্থ স্তরে ৭ টি ইলেকট্রন আছে।তাই ক্লোরিনকে স্থিতিশীলতা অর্জন এর জন্য  ১ টি ইলেকট্রন গ্রহন করতে হয়।

সুতরাং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহন করে এনায়নে পরিণত হয়।Cl + e-  _ Cl-এভাবে Na থেকে ত্যাগকৃত একটি ইলেকট্রন cl পরমাণু গ্রহন করে এবং উভয় পরমাণুই স্থিতিশীলতা অর্জন করে।

ফলে আয়নগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয় এবং বন্ধন তৈরি হয়।Na -(Na+) + e-Cl + e-  – cl-Na+cl= Naclআয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধন তৈরি হয় বলে এই বন্ধনের নাম আয়নিক বন্ধন।
ধন্যবাদ সবাইকে।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.