গ্রামের সৌন্দর্য নিয়ে কবিতা

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।

প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের দেশে।বিধাতা নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের দেশে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দুহাত ভোরে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা মিলে  আমাদের গ্রাম বাংলায়।

গ্রাম বাংলায় প্রকৃতির এক ওপর রূপের দেখা মাইল।গ্রাম  বাংলায় যেদিকে দুচোখ চারদিকে সবুজের সমারোহ।গ্রামের সেই আকাঁবাঁকা পথ আমাদের মুগ্ধ করে গভীরভাবে।গ্রাম বাংলায় অপার  স্নিগ্ধতা আমাদের গ্রাম এর প্রেমে পড়তে বাধ্য করে।শহরের ইটঘাট এর নগরীতে আমরা গ্রামের এই স্নিগ্ধতা কখনো খুজে পাবেন না। তাইতো খানিকটা অবসরে শহরের মানুষ ছুটে আসে আমাদের এই গ্রামবাংলায়।

গ্রাম বাংলার এই স্নিগ্ধ রুপে মুগ্ধ হয়ে কতশত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছে তার হিসাব নেই। আজ তাই সেই গ্রাম বাংলার স্নিগ্ধ রুপ নিয়ে একটি কবিতা তুলে ধরব আপনাদের সামনে।

গ্রামের সৌন্দর্য নিয়ে কবিতা

বাংলার রূপ সংখ্যা

মোঃ মাহামুদুর রহমান সিদ্দিকী

বাংলার মায়াময় ছায়াময় রূপ,
নৈস্বর্গিক সৌন্দর্যের অপূর্ব কূপ।
ফুলে-ফলে ভরা আর মাটি-বায়ু-জল,
এসব দেখিলে মন হয় উচ্ছ্বল।
গ্রাম বাংলার লাবণ্য, সজীবতা, সরসতায়;
দর্শনে চোঁখ, বুক আর মন জুড়িয়ে যায়।
অবারিত মাঠ ঘাট খাঁ খাঁ করে,
গ্রীষ্মের তাপে গাছপালা পুড়ে মরে।
আকাশে কালো মেঘের ঘনঘটায়,
শুরু হয় বৃষ্টিপাত মূষল ধারায়।
জমিতে জমিতে সোনালি স্বর্ণ ধান,
কৃষকের মুখে ফোটে হাসির এক বান।

শারদের মায়াময় রৌদ্র কিরণে,
সাদা মেঘের ঋতু রানী বাসা বাঁধে মনে।
দূর্বা’র শিশির বিন্দু জ্বলে হীরান্যায় রবির কিরণে,
হেমন্তের প্রভাতে নবান্ন পড়ে নিমন্ত্রনে।
মাঘে সন্ন্যাসী শীত থাকে শীর্ন-শুষ্ক-ম্লান,
রিক্ত-ক্লান্ত মন চেয়ে থাকে ঋতুরাজের পান।
গাছে ফুল, ফুলে কলি, সুন্দর এ ধরাতল;
দক্ষিণের হাওয়া আর পাখিদের কল।
যে জন দেখিতো এ লীলা হইতো মোহিত,

বাংলা-ই মা সবার

কহিত

ধন্যবাদ সবাইকে। সামনে  নতুন নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

47 Comments

  1. কবিতার লাইন কিছুটা অগোছালো। পরবর্তীতে আরো ভালো কিছুর প্রত্যাশা রইলো।

  2. https://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.