গল্পঃ গিরিগিটির মত রং বদলায়(পর্ব-১)

জাবেদ দেখতে অনেকটা নিরীহ টাইপের।গরীব ঘরের ছেলে কিন্তু অসাধারণ মেধাবী।কিন্তু ওর একটা সমস্যা স্কুল জীবনে সে বার্ষিক পরীক্ষায় টেনেটুনে উপরের ক্লাসে উত্তীর্ন হয়।শিক্ষক ও তার সহপাঠিরা এটাই ভেবে পায় না মেধাবী হওয়া সত্তেও জাবেদ কেন ভাল ফলাফল করতে পারে না।কারন জিগেস করলে জাবেদ কোন উত্তর দেয় না।ওর খুব একজন ভাল বন্ধু ছিল আদনান।যেমন মেধাবী তেমনি রেজাল্টও ভাল করে সব সময়।দুজনে দারুন সখ্য।এভাবে সময় পার হতে হতে মাধ্যমিক পরীক্ষার সময় এসে গেল।জাবেদের বন্ধুরা মন দিয়ে পড়তে লাগল কিন্তু জাবদের পড়াশুনায় মন নাই।সবাই মনে করেছে ওর বুঝি আর পাশ করা হবে না।

পরীক্ষার পর ফলাফল প্রকাশ হল।জাবেদ বরিশাল বিভাগে সবচেয়ে ভাল ফলাফল করেছে।বন্ধুরা ও জাবেদের শিক্ষকেরা সবাই অবাক হয়ে গেল।কিভাবে সম্ভব।ওর বন্ধু আদনান ও ভাল ফলাফল করেছে তবে জাবেদের মত না।জাবেদ মেধাবী এটা সবাই জানত কিন্তু এতটা মেধাবী এটা কারই জানা ছিল না।তারপর কলেজে ভর্তি হল।একই অবস্থা স্কুল জীবনের মত।কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জাবেদ আরও ভাল ফলাফল করল।

জাবেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হল।আর এর পরপরই সে বদলে যেতে শুরু করল।আদনানও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।কিন্তু জাবেদ আদনানের সাথে মিশে না বললেই চলে।একদিন জাবেদকে দেখে আদনান জিগেস করল,কিরে জাবেদ তোকে তো এখন দেখাই যায় না।হলে গিয়ে খোজ করলেও তোকে পাওয়া যায় না।আবার ক্লাশও নাকি করিস না ঠিকমত।

ব্যাপারটা কি একটু বলতো আমাকে।উত্তরে জাবেদ বলল,কে আপনি আর কেনই বা আমাকে খুজছেন।একথা শোনার পর আদনান চমকে গেল।জাবেদ বলে কি।এত দিনের বন্ধুত্ব এখন কিনা আদনানকে চিনেই না।অনেক ভাবে বলার পরও জাবেদ আদনানকে চিনল না।আদনান মনে মনে ভাবল ওর সমস্যা কি ?ও কি না চেনার ভান করছে নাকি সত্যি সত্যিই চিনছে না।ও তো এমন ছিল না।এমন হল কেন।ব্যাপারটা তো ভাল ভাবে দেখতে হয়।এই ভেবে আদনান নিজের হলে চলে গেল।মন থেকে কিছুতেই জাবেদের এমন অস্বাভাবিক আচরন মেনে নিতে পারল না।

পরের দিন আদনান জাবেদের হলে গেল।কিন্তু ওকে পাওয়া গেল না।রুমের অন্যরা বলল,ও রাতে হলে আসেনি।গতকাল সকালে কে একজন এসে বলল,১৭৫৭।আর এটা বলার সাথে সাথেই জাবেদ চলে গেল।১৭৫৭ মানে কি ভাবতে লাগল আদনান।নিশ্চয়ই এর ভিতর কোন কারন আছে।এটা বের করতেই হবে।আদনানের কৌতুহল বেড়ে গেল।এত মেধাবী একটা ছেলে কেন অস্বাভাবিক আচরন করল কেন তা জানতেই হবে।

হলের গেটেই জাবেদের সাথে দেখা আদনানের।জাবেদ নিজেই জিগেস করল কিরে বন্ধু কেমন আসিন।এখানে কি জন্য এসেছিস।আরও চমকে গেল আদনান।কাল আদনাকে চিনে নাই।আর আজ স্বাভাবিক ভাবে কথা বলছে।এর ভিতর নিশ্চয়ই কোন রহস্য আছে।আদনান ক্লাস আছে বলে চলে গেল।আর কিছুই বলল না জাবেদকে।

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.