কিছু তথ্য জেনে নেওয়া ভালো।

আশা করি আআপনাদের এই তথ্য গুলো খুব ভালো

লাগবে,,,,,,,

১।ক্যান্সার রোগের কারণ কোষের অনিয়মিত বৃদ্ধি।

২। মাইটোকন্ড্রিয়ায় ৭৩℅ প্রোটিন থাকে।

৩। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হলো নিউরন।

৪। সর্বপেক্ষা বৃহৎ কোষ হলো উট পাখির ডিম।

৫। ফল লাল হয় লাইকোপিন বেশি হলে।

৬। নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।

৭। জেনেটিক্স হলো প্রাণিজগতের উৎপত্তি ও বংশ

সম্বন্ধীয় বিদ্যা।

৮। Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে

তার নাম ডলি।

৯। Genetic Engineering হলো জিন প্রোকৌশল।

১০। ডেংগু জরের বাহক হলো এডিস মশা।

১১। ব্যক্টেরিয়ারর সংক্রামণে যক্ষ্মা হয়।

১২,। এইডস রোগের ভাইরাসের নাম HIV.

১৩। তামাক গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন হয়।

১৪। জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী ভাইরাস।

১৫। যক্ষার টিকার নাম বিজিসি।

১৬। ভাইরাস হলো কোষ বিহীন জীব।

১৭,। ভাইরাসের দেহে একটিও কোষ নেই।

১৮।৷ বার্ডফ্লু এর উৎস মুরগী বা পাখি জাতীয় প্রাণীর।

১৯। দুধকে টক করে ব্যক্টেরিয়ার।

২০। যক্ষা বায়ু বাহিত রোগ।

২১। টাইফয়েড, কলেরা, প্যারা টাইফয়েড রোগ খাদ্য

ও পানির মাধ্যমে ছড়ায়।

২২। লেপ্রোসি রোগ ছড়ায় দীর্ঘদিন রোগীর সংস্পর্শে

আসলে।

২৩। ধনুস্টংকার রোগ ছড়ায় ক্ষত স্থান দিয়ে।

২৪। প্লেগ রোগ ছড়ায় ইদুর এর মাধ্যমে।

২৫। নিউমোনিয়া ছড়ায় বায়ুর মাধ্যমে।

২৬। মাসরুর হলো এক ধরনের ছত্রাক।

২৭। মস উদ্ভিদ এর মূল নেই।

২৮। আনারস যৌগিক ফল।

২৯। আখ গাছের জন্য মাজরা পোকা ক্ষতিকর।

৩০।কান্ড ফাপা বলে কচুরিপানা পানিতে ভাসে।

৩১। সবচেয়ে বড় ঘাস বাশ গাছ।

৩২। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী এস্টার।

৩৩।পাথরকুচি পাতা থেকে জন্মায়।

৩৪। কেচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়।

৩৫। বিষধর সাপে দুইটি বিষদাত থাকে।

৩৬। মাকড়সার পা ৮ টি।

সুস্থ থাকুন
ঘরে থাকুন
বাহিরে গেলে মাস্ক পড়ুন
বাহির হতে আসলে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.