আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো
কি করলে স্মার্টফোন এর ব্যাটারি তারতারি নষ্ট হয়
আজকাল ৭০% মোবাইল ফোন এর ব্যাটারির চার্জ কম থাকে ভালো মানের ব্যাটারি থাকা সত্ত্বেও। করন শুধু একটা সঠিক ভাবে না ব্যাবহার।
আজকাল ৮০% যুবক মোবাইল চার্জ দিয়ে মোবাইল ফোন এর যাবতীয় কাজ করে ফলে ৫০% ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। এর কারনে চার্জ বেশি ক্ষন থাকেনা
নিচে মোবাইল ফোন এর ব্যাটারি তারাতারি নষ্ট হওয়ার কারন ব্যাক্ষা করা হলো
১.চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে। তারাতারি নষ্ট হওয়ার সম্ভবনা থাকে।
২.একটানা ৪ থেকে ৬ ঘন্টা মোবাইল ফোন ব্যাবহার করলে ব্যাটারির চার্জ কম থাকে।
৩. নিজ কোম্পানির চার্জার ব্যাবহার না করলে বা কম দামি চার্জার ব্যাবহার করলে মোবাইল ফোন এর ব্যাটারির উপর চাপ পড়ে ফলে চার্জ কম থাকে।
৪.মোবাইল ফোনে ফাস্ট চার্জিং আ্যপ ব্যবহার করলে। বর্তমানে সবাই গুগল প্লে স্টোর থেকে এ আ্যপ গুলো ব্যাবহার করে ফলে এ ই আ্যপ গুলো মোবাইল ফোন এর ব্যাটারির উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে তাতে মোবাইল ফোন এর ব্যাটারির চার্জ কম থাকে বলে সবাই অভিযোগ করেন।
৫। একটানা ৫ ঘন্টার বেশি ইন্টারনেট ব্যবহার করলে মোবাইল ফোন এর ব্যাটারি গরম হয়ে ব্লাস্ট করে।
৬. আ্যপস রানিং অবস্থায় রেখে দিলে চার্জ তারা তারি শেষ হয়। কোন কাজ না কর লেও চার্জ কমে যায়।
৭ মোবাইল ফোনে বেশি পরিমান আ্যাপ ইনস্টল করে রাখলে তারা তারি চার্জ শেষ হয়। এতে ব্যটারির ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে
৮। খারাপ মানে চার্জার ব্যবহার করলে।
৯ বেশি ক্ষন মোবাইল ফোন ব্যাবহার করলে।
আজকে আমি কিছু বোনাস টিপস দিলাম
কিভাবে মোবাইল ফোন এর ব্যাটারি ভালো রাখা যায়।
১.সব সময় মোবাইল ফোন এর সাথে থাকা চার্জার দিয়ে চার্জ দিবেন তাহলে বেশি ক্ষন চার্জ থাকবে।
২। চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যাবহার কর বেন না এতে ব্যাটারি অনেক ভালো থাকবে।
৩। ডাটা কানেকশন বা হসপ্সট চালু করে মোবাইল ফোন চার্জ দিবেন না। এতে ব্যাটারি নষ্ট হতে পারে
৪. প্রয়োজন ছাড়া কখন ও অন্য কোনো মোবাইল ফোন এর চার্জার দিয়ে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন
আজ আর না আপনারা যদি একটু হলেও উপকৃত হন তা হলে কমেন্ট করে জানান সবাই আমর জন্য দোয়া করবেন খোদা হাফেজ।

wow so beautiful
nice post