কি আছে ইউটিউবের এই প্লে-বাটন এবং কতটি প্লে বাটন রয়েছে জানতে হলে পোস্টটি পড়ে দেখুন।

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রিকস শেয়ার করার জন্য এসেছি।

আজ আমি আপনাদের কে বলবো একটা নতুন বিষয় নিয়ে। সেই বিষয় টি হয়তো আপনারা অনেক জানেন আবার অনেকেই জানেন না । সেই বিষয় টি হলো ইউটিউব এর প্লে বাটন সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন বিভিন্ন ইউটিবাররা ইউটিউব থেকে যখন প্লে বাটন পায় তখন সেটা আনবক্সিং করে সবাইকে দেখায়। আর এই ইউটিউব প্লে বাটন কি এবং কিভাবে পাওয়া যায় সেটা আমি আজ আপনাদের কে বলবো।
ইউটিউব এর বিভিন্ন ধরনের প্লে বাটন রয়েছে। ইউটিউব এর প্লে বাটন চাইলে আপনিও পেতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে । আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলে যদি বেশ কিছু সাবস্ক্রাইব হয় তাহলে আপনারা ইউটিউব প্লে বাটনের জন্য আবেদন করতে পারবেন। প্লে বাটন শুধু মাত্র সাবস্ক্রাইব সংখ্যার ওপর নির্ভর করে। আপনার চ্যানেল এ যদি ১০০k বা ১ লাখ সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব এর পক্ষ থেকে সিলভার প্লে বাটন পেয়ে যাবেন। আপনার চ্যানেল এ ১ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলেই আপনি ইউটিউব কতৃপক্ষের কাছে ইউটিউব প্লে বাটনের আবেদন করতে পারবেন। তারপর তারা আপনার চ্যানেল কে ভালো মতো যাচাই করে দেখার পরে তারা আপনার কাছে ইউটিউব এর প্লে বাটন পৌঁছে দিবে। তারপর আপনার চ্যানেল এ যদি ১ মিলিয়ন বা ১০ লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি ইউটিউব এর পক্ষ থেকে একটি গোল্ডেন প্লে বাটন পেয়ে যাবেন। সেটা দেখতে অনেকটা স্বর্নের মতোই। অতঃপর আপনার চ্যানেল এ যদি ১০ মিলিয়ন বা ১০০ লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনারা ইউটিউব এর পক্ষ থেকে একটি ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবেন। যা দেখতে হীরার মতো চকচকে। আপনার চ্যানেল এ যদি ৫০ মিলিয়ন বা ৫ কোটি সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব এর পক্ষ থেকে আরেকটি রুবি প্লে বাটন পেয়ে যাবেন।

পিউডিপাই হলেন সেই ব্যক্তি যিনি তার চ্যানেলে সর্বপ্রথম ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি এই প্লে বাটন এর নাম দেন রুবি প্লে বাটন এবং সেই থেকে এটি রুবি প্লে বাটন নামেই পরিচিত। অবশেষে আপনার চ্যানেল এ যদি আবার ১০০ মিলিয়ন বা ১০ কোটি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনারা ইউটিউব এর পক্ষ থেকে একটি খুব সুন্দর এবং আকর্ষণীয় রেড ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবেন । কিন্তু বাংলাদেশের মানুষ এর ইউটিউব চ্যানেল থেকে ৫০ বা ১০০ মিলিয়ন প্লে বাটন পাওয়া অসম্ভব কাজ । কারন বাংলাদেশি কোনো ইউটিউব চ্যানেল এ এত সাবস্ক্রাইব হয়না। বিশ্বে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার চ্যানেল হচ্ছে ভারতের টি সিরিজ যার সাবস্ক্রাইবার সংখ্যা ১৩০ মিলিয়ন। এবং তার পরের অবস্থানে আছে সুইডিশ ইউটিউবার পিউ ডি পাই এর চ্যানেল তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় ১০৪ মিলিয়ন।

তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে কোনো একটি নতুন পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Related Posts

5 Comments

  1. প্লে বাটন নিয়ে অনেক জানা হলো। এর আগে কিন্তু পুরোপুরি জানা ছিল না।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.