কবিতা সংকলনঃ মনের কথামালা

মনের কিছু কথামালা নিয়ে আমার এই ছোট্ট কবিতা সংকলন। যা নিন্মে প্রকাশ করা হলঃ

১। মেঘের ভেলায় চড়ে
তোমায় নিয়ে মেঘের ভেলায় চড়ে
পাড়ি দিব অনন্ত পথ,
হারিয়ে যাব অজানা সীমানায়
উড়িয়ে নিবে প্রেমের রথ।
তুমি আমি সেথায় বসে
রচনা করব সুখের আবাস,
দু:খ বেদনা ছুঁবেনা আমাদের
রইবে সেখানে ভালবাসার সুবাশ।
আবেগ অনুভূতি উজার করে
কাছে তোমায় নিয়েছি তাই,
স্বপ্ন গুলো সত্যি হবে
যদি তোমার মন পাই।


২।  নীভু নীভু জীবন প্রদীপ
আমার সাজানো ফুলের বাগান
কেন তুমি এলোমেলো করে দিলে,
অতি যত্ন গড়া প্রেমের প্রাসাদ
এক নিমেষে ধূলায় লুটালে।
চোখে আমার ভেসে ওঠে
দু:প্নের সেই বিভীষিকা,
আলেয়ার পিছে জীবন আমার
পুরোটাই এখন ফাঁকা।
নীভু নীভু জীবন প্রদীপ
শেষ প্রান্তে এসে,
নিমেষেই জ্বলে উঠে আবার
ফুরিয়ে যায় এক নি:শেষে।


৩।  অভিমান করে
আর কত কাদাঁবে আমায়
চোখের নদী যে শূন্য প্রায়,
হৃদয় ভেঙেছে কাঁচের মত
তোমার কি একটুও হয় না সদয়।
অভিমান করে দূরে চলে গেলে
আমায় ফেললে সাগর পানে,
আঘাত না পেলে ভালবাসার সুধা
বুঝবে না তুমি এ জীবনে।
আমার জন্য তোমার আকাশে
সূর্য উদয় হবে না আর,
তবুও আমি ভালবেসে যাব
বাঁধা দাও তুমি যত বার।

……………………………………..

৪।  মনে পরে

মনে পরে আমার ছেলেবেলার
সেই সুখের দিনগুলোর কথা,
সারা দিনময় কোলাহল করে
কেটে যেত কখন যে বেলা।

মজনু নামের সে ডানপিটে বন্ধু
করত কত ঘটনা অঘটনা,
আজ তা স্মৃতির পাতায়
অনেক আগে ছিল লেখা।

হাসি খুশির দিন গুলো আজ
শুধুই হারিয়ে যাওয়া অতীত,
মনে পরলে এখন আমার
হৃদয় বাজে দু:খের গীত।
…………………………………..

৫।   হৃদয়ের ক্ষত

আর কত পথ চেয়ে থাকবো
তোমার প্রতিক্ষায় বসে বসে,
আসবে কখন সেই মহেদ্রক্ষণ
তোমার আশায় থেকে থেকে।

দিনের পর রাত এলো
তুবও তোমার দেখা না পেয়ে,
আজও দিন গুনছি আমি
যদি তুমি আসো অবশেষে।

হৃদয়ের ক্ষত বেড়েই চলছে
তোমার বিরহে দিনে দিনে,
বুকে জমানো কষ্ট গুলো
বাড়েছে তাই ক্ষনে ক্ষনে।
……………………………………..

৬।  কেন আমার সাথী হলে

চলার পথে সাথী হলে
এখন কেন দূরে গেলে,
ভরা নদীর মাঝে এনে
প্রেমের তরী ডুবিয়ে দিলে।

বলেছিলে জীবন গেলেও তুমি
রইবে আমার সঙ্গী হয়ে,
যত বাঁধা আসুক তোমার
পার হবে একই সাথে।

সময় আজ নিষ্ঠুর হল
তাই তুমি নেই কাছে,
সুখের দিন আসবে যখন
তখনও আমায় পাবে পাশে।
…………………………………..

৭।  পৃথিবী মলিন তোমার সাজে

কত পথ পাড়ি দিলাম
বয়ে চলল প্রেমের নদী,
তোমার জন্য জীবন আমার
আশা নিরাশার প্রভাত ফেরি।

স্বপ্নের মাঝে তুমি এলে
ছুয়ে দিলে আদুল হাতে,
জেগে দেখি তুমি পাশে
জড়িয়ে আমার আছো সাথে।

তোমার গানের সুরের তালে
মনের মাঝে বীণা বাজে,
লজ্জা পেয়ে ময়ূর নাচে
পেখম মেলে আপন সাজে।

প্রজাপতি বসে ফুলের বুকে
দেখতে শোভা অপরুপ লাগে,
সকল সুন্দর তোমার মাঝে
পৃথিবী মলিন তোমার সাজে।
————————————

Related Posts

12 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.