কবিতা সংকলন: শুধুই স্মৃতি

১। তোমার মাঝে
ভেঙে মোর মনের দরজা
প্রবেশ করলে অতি নিকটে,
ভালবাসার পরম আবেশে
জড়িয়ে নিলে আপন করে।
তোমার প্রেমের মায়া মন্ত্রে
আকুল হল মন ও প্রাণ
সুরেলা কণ্ঠে শোনায় আমায়
মাতাল করা এ কোন গান।
মুগ্ধ হয়ে তোমার পানে
চেয়ে থাকি অবিরত,
হারিয়ে গেলাম তোমার মাঝে
বিলিয়ে দিলাম আবেগ যত।
তোমার মাঝে লুকিয়ে আছে
ধরনীর যত অনাবিল সুখ,
বিভোর হয়ে ভুলে গেলাম
বিগত দিনের সকল দুখ।


২। প্রতিনিয়ত
পারবে কি আমায় ফিরিয়ে দিতে
হারিয়েছি যা বিগত দিন,
অশ্রু ঝরেছে সকাল সন্ধ্যায়
ব্যাথায় হৃদয় হয়েছে বিলীন।
পাইনি কখনও স্নেহ মমতা
ভালবাসার সেই নির্মল পরশ,
আমার কাছে স্বপ্ন এগুলো
তাই কখনও করিনি সাহস।
মনে জাগে বিচিত্র বাসনা
মনেই তা করি দাফন,
অভাগার কখনও সুখ মেলে না
দুঃখ তার অতি আপন।
মানুষ আমি শ্রেষ্ঠ জীব
বলে স্বয়ং খোদা তা’আলা,
তাহলে কেন আমার জীবনে
প্রতিনিয়ত বাড়ে জ্বালা।

৩। অব্যক্ত
আনাড়ি হাতে লিখছি বসে
মনের অব্যক্ত কথপোকথন,
ভুল হলে মার্জনা করে
সব কিছু রেখো গোপন।
মনে জাগে সদা সংশয়
বলতে পারিনা বলব যা,
যদি আমি যোগ্য না হই
এই ভয় মনে সর্বদা।
তবুও তোমায় ভালবাসি আমি
যদিও না পাই কোন কালে,
শান্তনা পাব এই ভেবে
ভালবাসা মোর যায়নি বিফলে।
এ জনমে তোমার সাথে
মিলন না হয় কি হবে,
পর জনমে দেখা হবে
ভালবেসেছি এই ভেবে।

৪। বিরহে
কে তুমি ওগো গাইছো নিরবে
করুণ সুরের আবেগী গীত,
হারিয়ে তোমার অতি আপনকে
আবেগে তুমি হলে আপ্ল ুত।
প্রেমে আছে বিরহ জানি
পোড়ায় শুধু এই অন্তর,
তারপরও আশায় থেকে মোরা
বুকে বেধেঁছি  কঠিন পাথর।
কষ্ট যদি নাইবা থাকে
মূল্য কি বল ভালবাসার,
হয়তো দেখবে কখনও কখনও
জীবনে নামবে কালো আধাঁর।
আঘাত পেলে মন ভাঙে
এরই নাম ভালবাসা,
সাধনা  করলে  মিলবে একদিন
পূরণ হবে সব আশা।

৫। সেই পথে
মনে পরে প্রথম যেদিন
দেখেছি তোমায় আনমনে বসে,
উদাসী চোখে আকাশ পানে
তাকিয়ে আছ এক নিমেষে।
কেশ তোমার মৃদু বাতাসে
উড়ে চলছে আপন মনে,
নির্লিপ্ত দৃষ্ট তোমার
তাকিয়ে কিসের অন্বেষনে।
মায়াবী তোমার মুখচ্ছবি
প্রতিমার মত অবয়ব,
তোমায় নিয়ে কবিতা লিখতে
কবিরা হবে সর্বদা সরব।
মানস পটে তোমার ছবি
এঁকে রেখেছি আপন হাতে,
হয়তো আর হবে না দেখা
চির চেনা সেই পথে।

৬।শুধুই স্মৃতি
বন্ধু তুমি হারিয়ে গেছ
রেখে গেছ শুধু স্মৃতি,
মনে পড়লে আজো আমি
নিরবে নিভৃতে কাঁদি।
কত স্বপ্ন কত আশা
থাকব দু’জন এক সাথে,
তুমি নেই বলে একাকী আমি
হোচট খাচ্ছি প্রতি পদে।
চলার গতি মন্থর হল
তুমি যেদিন চলে গেলে,
কাদাঁবে যখন কেন তুমি
তোমার জীবনে আমায় জড়ালে।
চারিদিকে দেখি হতাশার ছায়া
বিষাদে ভরাক্রান্ত মন,
হয়তো আর এ জীবনে
তোমার মত কেউ হবে না আপন।

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.