Cheap price backlink from grathor: info@grathor.com

কপি-পেস্ট করে প্রতিদিন ১০০৳ থেকে ১৫০৳ ইনকাম

কোয়ারেন্টাইনের এই দিন গুলোতে আমারা ঘরে বসে থাকতে থাকতে বিরক্তিকর অনুভব করছি। কোনো কাজ খুজে পাচ্ছি না। না দরকারি সব কাজ করছি। কিন্তু আমরা এটা ভুলে গেছি যে, এই অবসর সময়ে কিন্তু ভালো কাজও করা যায়। আমরা চাইলেই ঘরে বসেই দৈনিক ১০০০৳ -২০০০৳ এমনকি আরো বেশি পরিমান টাকা আয় করতে পারি। কিন্ত সঠিক জ্ঞানের অভাবে এবং সঠিক নির্দেশনা না পাওয়ার কারনে আমরা আজও বেকার এবং ইনকাম করতে পারছি না। আবার যা ইনকাম করছি তা আমাদের পকেটে নিতে পারছি না। তো এখন প্রশ্ন হলো কী করা যায়?

Marketing

ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কোনো কাজ করতে হলে অবশ্যই একটা না একটা দক্ষতা থাকতে হয়। কিন্তু এমন কিছু কাজ আছে যা আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছাড়া এবং কোনো দক্ষতা ছাড়াও কাজ করে টাকা ইনকাম করতে পারি। যেমন, কপি-পেস্ট, কেপচা, সার্ভে ইত্যাদি কাজ। তো আজ আমি একটা সাইট নিয়ে কথা বলব যেখান থেকে কপি পেস্ট করে প্রতিদিন ১০০-১৫০ টাকা এবং মাসে ৫০০০ টাকার মত ইনকাম করতে পারবেন। এটি ১০০% রিয়েল একটা সাইট। আপনি আরো বিস্তারিত জানতে পারবেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

আজকে যে সাইট টি নিয়ে কথা বলব সেটি হলো uptrennd.com। এটা মার্কেটে অত্যন্ত বিশ্বস্ত তার সাথে কাজ করে আসছে। এখন আমি আপনাদের বলব কীভাবে কাজ করতে হয় uptrennd.com এ।

 

প্রথমে আপনাকে চলে যেতে হবে এই লিংকে। লিংকে যাওয়ার পর আপনারা ইমেইল এবং পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনারা লগ ইন বাটনে ক্লিক করে লগইন করে নিবেন।

লগইন করার পর আপনারা উপরের ডান দিকে ত্রি ডট বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের সবকিছু দেখে নিবেন। তারপর মেন আইকনে ক্লিক করে আপনার একাউন্ট ইনফো তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রোফাইল সাজিয়ে নিবেন। পরে হোম বাটনে ক্লিক করবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন এটিতে ক্লিক করবেন।

এখানে আপনারা আপনাদের ইচ্ছা মত পোস্ট করবেন যেভাবে ফেসবুকে কিংবা অন্যান্য জায়গায় আপনারা পোস্ট করেন। আপনার লেভেল যত বেশি হবে, আপনার ইনকাম তত বেশি হবে। তাই নিয়মিত কাজ করুন। অন্যের পোস্ট আপভোট করুন, কমেন্ট করুন এতে আপনার লেভেল বাড়বে।

আপনারা এখানে সরাসরি ট্রাস্ট ওয়ালেটে উইড্র করে নিতে পারবেন। আমি জানি আপনার জন্য আমার কথা বোঝতে হয়ত কষ্ট হতে পারে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি আমার ভিডিও টি দেখে আসুন। আশা করি বোঝতে পারবেন।

 

video link: https://youtu.be/GKy_QQ0pSY0

Related Posts

20 Comments

  1. আপনি বা পরিচিতর মধ্যে কি কেউ এখনো পেমেন্ট পাইছে, পাইলে ভাই প্লিজ পেমেন্ট প্রুফটা শেয়ার করলে আমাদের জন্য উপকার হয়।

Leave a Reply