কন্টাক্ট লেন্সের ব্যবহার ও ঝুঁকি

মানুষের মঙ্গল আর সৌন্দর্য বৃদ্ধির পথচলায় বিজ্ঞানের এক অনন্য সৃষ্টি কন্টাক্ট লেন্স।চোখের সৌন্দর্যকে চশমার ফ্রেমে আবদ্ধ না রেখে কন্টাক্ট লেন্সের ব্যবহারের মাধ্যমে মানুষ আরো যুগোপযোগী হয়ে উঠছে। সারা বিশ্ব তাই আজ চশমার পরিবর্তে কন্টাক্ট লেন্সের চর্চায় মুখর।

প্রকারভেদঃসাধারণত ৪ ধরনের কন্টাক্ট লেন্সের ব্যবহার প্রচলিত আছে। এগুলো হলো- হার্ড, সেমি সফট, সফট ও ডিসপোজ্যাবল কন্টাক্ট লেন্স।

কন্টাক্ট লেন্সের ব্যবহারঃ
১. দুই চোখের পাওয়ারের তারতম্য অনেক বেশি হলে সেক্ষেত্রে লেন্স ব্যবহার আদর্শ উপায়।
২. রোগীর এক চোখে ছানির অপারেশন হলে আর অন্য চোখ স্বাভাবিক হলে, চোখের দৃষ্টির ত্রুটি পরিহার করতে চশমার পরিবর্তে লেন্স ব্যবহার করা হয়।
৩. অধিক প্লাস পাওয়ার অথবা অধিক ঋণাত্মক পাওয়ারের ক্ষেত্রে কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়।
৪. বর্তমানে ফ্যাশন জগতে কালারড কন্টাক্ট লেন্স বহুল প্রচলিত। এমনকি খেলার মাঠে জনপ্রিয় ক্রিকেদারকে ও এই কন্টাক্ট লেন্স ব্যবহার করতে দেখা যায়।
৫. চোখের বিভিন্ন অসুখের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লেন্স ব্যবহার করা হয়।

তবে এই কন্টাক্ট লেন্স ব্যবহারে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবেঃ
১. লেন্স লাগানোর আগে ও খোলার পর হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা। অন্যথায় ব্যাকটেরিয়া ও বিভিন্ন জীবাণুর সংক্রমণে চোখের মারাত্মক সংক্রমণ ‘কেরাটিটিস’ হয়ে থাকে।
২. গোসলের আগে অবশ্যই কন্টাক্ট লেন্স খুলে নেওয়া।এমনকি ওয়াটার টাইট গগলস পড়লেও লেন্স খুলে নেওয়া প্রয়োজন।
৩. চোখের মেকআপ বা মাশকারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই আগে লেন্স পড়ে নিতে হবে।
৪. চোখ লাল হওয়া, পানি পড়া, জ্বালাপোড়া হলে লেন্স পড়া উচিত না, কারণ এতে সংক্রমণ বৃদ্ধি পাবে।
৫. অবশ্যই চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী লেন্স কিনা উচিত। অন্যথায় দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে।
৬. লেন্স ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এর মেয়াদসীমা লক্ষ্য রাখতে হবে।মেয়াদউত্তীর্ণ লেন্স ব্যবহার চোখের জন্য ঝুঁকিপূর্ণ কারণ, তখন লেন্স নিজে দূষিত হয়ে যায়।
৭. রাতে ঘুমানোর আগে কন্টাক্ট লেন্স খুলে নেওয়া আবশ্যক। ঘুমালে চোখের পাতা বন্ধ থাকায় চোখের কর্ণিয়া পর্যাপ্ত অক্সিজেন পায় না, তাই এক্ষেত্রে লেন্স পড়ে ঘুমালে কর্ণিয়ার সংক্রমণ ২০গুণ বেড়ে যায়।
৮. প্রচুর ধুলাবালি, ধোঁয়া ও ময়লা জায়গায় কাজ করার সময় লেন্স পরিহার করা উচিত।
৯. ইনসুলিন নির্ভর ডায়াবেটিস রোগীদের লেন্স ব্যবহার বেশ অসুবিধাজনক।
১০. ড্রাই আই সিনড্রোম বা শুকনা চোখের ক্ষেত্রে অথবা প্রচুর মিউকাস নির্গত হয় এমন চোখের জন্য লেন্স ব্যবহার ঝুঁকিপূর্ণ।
উপরোক্ত বিধিনিষেধ গুলো কন্টাক্ট লেন্স ব্যবহারের জন্য অপরিহার্য বিষয়। বর্তমানে অনেক সুলভ মূল্যে এই কন্টাক্ট লেন্স কিনতে পাওয়া যায়।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.