কদম ফুল: বর্ষায় ভালোবাসার প্রতীক

কবিরা যুগে যুগে প্রেমের উপাখ্যান লিখতে গিয়ে প্রেমিক কিংবা প্রেমিকার তরে ফুলের এক অমায়িক সৌন্দর্য তুলে ধরেছে। প্রেম নিবেদন এর ক্ষেত্রে ফুল যেনো সব মানুষের প্রথম পছন্দ। আর এই সকল ফুলের মধ্যে কদম ফুল যেনো বর্ষায় এক অসাধারণ শান্তি নিয়ে প্রতিবার এক ঘোর সৃষ্টি করে রাখে বাদলা দিনের টুপটাপ বৃষ্টিভেজা দিনে। কদম ফুল নিয়ে অনেক কবিতা লিখেছেন অনেক বিখ্যাত কবি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো গান ই লিখেছেন কদম ফুল নিয়ে….
“বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান
আমি দিতে এসেছি শ্রাবণের গান।”
রূপসী বাংলার বুকে বর্ষার মেঘমালার সাথে এই কদম ফুলের পরিস্ফুটন যেনো এক নতুন মাত্রা যোগ করে সব জায়গায়। আর যেই জায়গা থেকে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কদম ফুল নিয়ে আমার স্বরচিত কিছু কবিতা নিয়ে।

কবিতা:১
কদম ফুল!
তোমার নাকি ভীষণ পছন্দ?
এই বর্ষায় খবর পেলুম
দেখা হয়নি , ছোঁয়া হয়নি
মিষ্টি গন্ধ পাওনি, তুমি তার‌।
কদম ফুল!
এই বর্ষায় তোমার স্পর্শ অনুভব করেনি
আমার প্রিয়তম
আচ্ছা তোমাকে ছাড়া কি?
বর্ষার মেঘমালা দেখা যায়!
বলোতো তুমি
আচ্ছা তোমাকে ছাড়া কি?
পরিপূর্ণ হয় এই অঝোর শ্রাবণ মেঘের দিন!
জানি তোমার উত্তর না হবে
তাহলে তোমাকে ছাড়া আমার প্রিয়তমর বর্ষা
সেতো থাকবে অসম্পূর্ণ
তাই সিদ্ধান্ত নিয়েছি আজ
আবহাওয়া অধিদপ্তর এ খবর নিবো
এ সপ্তাহে বৃষ্টি হবে কিনা আদৌ?
যেদিন তোমার মন খারাপ হবে
আমি তোমার জানলায় বৃষ্টিতে ভিজে
দুটি কদম ফুল রেখে যাবো
কথা দিলাম!

 

কবিতা:২
আজ তোমার সাথে দেখা হবে
বহুদিন পর,
বাইরে ঝিরিঝিরি বাতাস আর মিষ্টি রোদ্দুর।
কিন্তু মন বলে জানো
আজ এক পশলা বৃষ্টি হবে খুব।
আমি চাই আজ হোক না বৃষ্টি অল্প অল্প
তুমি আমি না হয় ভিজবো অল্প স্বল্প।
হাতে করে নিয়ে আসবো
তন্ন তন্ন করে খুঁজে আনা কদম ফুল
তুমি আনবে এক ডজন চুড়ি
প্রিয় জানি ,তোমার হবে না ফুল।

কবিতা:৩
সম্ভব হলে তোমার কথা
কোনো এক অলস দুপুরে ভাববো প্রিয়,
তুমি না হয় আমায় একগুচ্ছ কদম
উপহার হিসেবে দিয়ো।
আমি অভিমান এর সকল পাঠ চুকিয়ে ,
অশ্রুস্নাত চোখে তাকিয়ে দেখবো তোমার হাসি,
তুমি বলবে,
তপ্ত দুপুর ,এখন না হয় আসি।
আমি বলবো, এইতো এলে,
উপহার দিয়ে , কাঁদিয়ে আমায় চলে যাবে বুঝি
কদম হাতে চলো না হয় ,
আজ একটুখানি বৃষ্টিতে ভিজি
তুমি বলবে,চারিদিকে এত রোদ এর খেলা
বৃষ্টি আসবে নাকো ,
আরেকদিন না হয় ভিজবো আমরা ,
আজ তাহলে থাকো।
আমি নাছোড়বান্দা মানুষ, অভিমান করে বলি
বৃষ্টি আজকে আসবেই ,
আরেকটুক্ষণ নাহয় অপেক্ষা করি।
আরে ধুর বোকা,এই না অভিমান ভাঙগলো তোমার
রাগ করে না, এইতো আমি আছি
একগুচ্ছ কদম হয়ে,তোমার পাশাপাশি।

  • ধন্যবাদ সবাইকে,আবারো নতুন নতুন কবিতা নিয়ে হাজির হবো আপনাদের সামনে।

Related Posts

17 Comments

  1. https://grathor.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8d/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.