ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (তারবিহীন মাধ্যম) জেনে নেন

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম

দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোন ফিজিক্যাল কানেকশন বা ক্যাবল সংযোগ ছাড়া ডেটা কমিউনিকেশনের পদ্ধতি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন।তারবিহীন মাধ্যমের সাহায্যে ওয়্যারলেস ডিভাইসসমূহ মধ্যে যে পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন হয় তাকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়।

প্রয়োজনীয়তা –

যেসব স্থানে তার বা ক্যাবলভিত্তিক যোগাযোগ সম্ভব ন যেসব স্থানে যোগাযোগের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অপরিহার্য। আবার প্রযুক্তির উতকর্ষর ফলে প্রাপ্ত সুবিধা পাওয়ার জন্য বিশেষ করে বহনযোগ্য ডিভাইস(ল্যাপটপ,কম্পিউটার,ট্যাপ,স্মার্টফোন,মোবাইল ফোন) এর ক্ষেত্তে ওয়্যারলেস মাধ্যম ব্যাবহার করা আবশ্যকীয়। প্রোডাক্টিভিটি চিন্তা করলে তার সংযোগ ,ব্যাবহারকারী জন্য একটি জটিল ও ঝামেলাযুক্ত পদ্ধতি। পক্ষান্তরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্তে ব্যাবহারকারীর কমিউনিকেশন ডিভাইস যদি ওয়্যারলেস সাপোর্টেড হয়, হবে এ সংক্রান্ত জটিলতা খুব কম থাকে।

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কম দূরত্ব অধিক দূরত্বের স্থানসমূহের মধ্যে যোগাযোগ অথাবা তথ্য স্থানান্তর করা সম্ভব। সেক্ষেত্তে দূরত্ব অনুযায়ী ওয়্যারলেস মাধ্যম নির্বাচন করা হয়।

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বহুল ব্যাবহারিত কয়েকটি সিস্টেম হচ্ছে মোবাইল কমিউনিকেশন সিস্টেম ,রেডিও কমিউনিকেশন সিস্টেম ,স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম্‌ রিমোট কন্ট্রোল সিস্টেম ,

ওয়্যারলেস কমিউনিকেশ সিস্টেমের সুবিধাসমূহ-

  • তার মাধ্যামের দূরত্বগত সীমাবদ্ধতা আছে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যাবহার করা সহজেই এ সীমাবদ্ধতা দূর করা যায়।
  • ডেটা সঞ্জলনের পথে প্রতিবন্ধতা থাকলে তার মাধ্যমের তুলনায় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বেশি সুবিধাজনক।
  • বহনযোগ্য বা স্থানন্তরযোগ্য ডিভাইসের ক্ষেত্তে সংযোগ পদ্ধতি সহজ।
  • নেটওয়ার্ক স্থাপন পদ্ধতি তার মাধ্যমের তুলনায় সহজ এবং ঝামেলামুক্ত
  • ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে নয়েজের প্রভাব খুবই কম।

 

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অসুবিধাসমূহ-

  • ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে প্রতিবন্ধকতা সময় ডেটা চলাচলের ক্ষেত্তে বাধা সৃষ্টি হয়।
  • ডেটা চলাচল বিঘ্নিত হলে নেটওয়ার্কের দক্ষতা করে যায়।
  • অনাকাঙ্গিত ব্যাবহারকারী কর্তৃক আক্রমনের আশংকা বেশি থাকে।
  • তারযুক্ত নেটওয়ার্কের তুলনায় গতি কম।
  • ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ব্যাবহারিত প্রযুক্তি জীববৈচিএ জন্য হুমকিস্বরুপ।

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা ও ব্যাবহার –

  • ভ্রাম্যমান বা চলমান ব্যাক্তির ডেটা কমিউনিকেশনের প্রয়োজন হলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়। সময়ের চাহিদা হিসাবে সকলেই এখন ইন্টারনেটের সাথে সার্বক্ষেনিক সংযুক্ত থাকতে চায়। কেবলমাএ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমেই একটি সম্ভব।
  • যেসকল স্থানে খুব দ্রুত যোগাযোগ স্থাপন করতে হয় ।যেমন-দুর্যোগস্থানে, দূর্ঘকবলিত জায়গা ,যুদ্ধক্ষেত্ত ইত্যাদি ক্ষেত্তে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীহয়তা সর্বাধিক ।
  • বর্তমান সময়ের সবচেয়ে বেশি ব্যাবহারিত যন্ত মোবাইল ফোন বা স্মার্ট ফোন, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সবচেয়ে বড় প্রয়োগ।
  • উড়োজাহাজ বা সমুদ্রগামী জাহাজ চালনায় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ভূ-পৃষ্টের সাথে যোগাযোগ স্থাপন করা যায়।

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.