এস.এস.সি ২০২১ ব্যাচের বাংলা সাজেশনের সম্ভ্রাব্য প্রশ্নের উত্তরাবলী || সুভা || রবীন্দ্রনাথ ঠাকুর ||

আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন? আমাদের আজকের পোস্টের বিষয় ঃ এস.এস.সি ২০২১ ব্যাচের বাংলা সাজেশনের সম্ভ্রাব্য প্রশ্নের উত্তরাবলী || সুভা || রবীন্দ্রনাথ ঠাকুর || করোনার জন্য আমরা প্রায়১০/১১ মাস থেকে ঘরবন্দী আছি, কিন্তু এরি মধ্যে ঘোষণা হয়ে গেছে জুন ২০২১ এ পরীক্ষা হবে।

সেই অনুযায়ী ৫০% শর্ট করে সিলেবাসও দেওয়া হয়ে গেছে।কিন্তু স্কুল এখনো খোলেনি তাই বলে তো আমাদের পড়াশোনা থেমে থাকতে পারেনা। তাই আমরা অনলাইনে পড়তেই পারি।আজ পড়ব বাংলা বইয়ের সুভা গল্প থেকে…….

লেখক পরিচিতি থেকেঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল?

– ২৫শে বৈশাখ ১২৬৮ (৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দ)

কোথায় জন্ম গ্রহণ করেন?

– কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।

তার পিতার নাম কি?

– মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

তার পিতামহের নাম কি?

– প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

তার প্রথম কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় এবং সেটির নাম কি?

– বনফুল।পনের বছর বয়সে।

তিনি কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?

– ১৯১৩ সালে।

তিনি কোন লেখার জন্য নোবেল পান?

– গীতাঞ্জলি কাব্যের জন্য।

এশীয়দের মধ্যে সাহিতে কে প্রথম নোবেল পুরষ্কার লাভ করেন?

– রবীন্দ্রনাথ ঠাকুর।

তিনি কবে এবং কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

– ২২শে শ্রাবণ ১৩৪৮ (৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ) কলকাতায়।

সুভা গল্প থেকে সমস্থ্য প্রশ্নের উত্তরঃ

গল্পের মূল চরিত্রের নাম প্রথমে কি রাখা হয়েছিলো?

– সুভাষিণী।

তাহাকে সকলে সংক্ষেপে কি বলে ডাকতো?

– সুভা।

সুভার বড় দু’ই বোনের নাম কি কি ছিলো?

– সুকেশিনী ও সুহাসিনী।

সুভা রা কয় ভাই-বোন ছিলেন?

– তারা শুধুমাত্র তিন বোন ছিলেন।

সুভার পিতার নাম কি ছিলো?

– বাণীকন্ঠ।

তাদের গ্রামের নাম কি ছিলো?

– চণ্ডীপুর।

বাণীকন্ঠের ঘর কোথায় ছিলো?

– নদীর একেবারে উপরেই।

সুভার বন্ধুদের মধ্যে কে কে ছিলো?

– সর্বশী ও পাঙুলী (গরু) ছাগল, বিড়ালশাবক ও প্রতাপ (মানুষ) ।

সুভা দিনে অন্তত তিনবার কোথায় যাইতো?

– গোয়াল ঘরে।

গোসাইদের ছোট ছেলেটির নাম কি?

– প্রতাপ।

প্রতাপের প্রধান শখ কি ছিলো?

– ছিপ ফেলিয়া মাছ ধরা।

সে দিনের কোন সময়ে মাছ ধরিত?

– অপরাহ্নে।

এ ক্ষেত্রে প্রতাপের প্রধান সঙ্গী কে ছিল?

– সুভা।

প্রতাপ সুভাকে কি বলে ডাকতো?

– ‘সু’ ।

সুভা কোথায় বসে থাকতো?

– তেঁতুল তলায়৷

প্রতাপের জন্য কি বরাদ্দ ছিলো?

– পান।

প্রতাপ হাসিয়া সুভাকে কি বলেছিলো?

– ‘কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে ।”

কলকাতায় যাওয়ার আগের রাত টা কিসের ছিলো?

– শুক্লাদ্বাদশীর।

শব্দার্থঃ

গর্ভের কলঙ্ক = সন্তান হিসেবে কলঙ্ক।

সুদীর্ঘ পল্লব বিশিষ্ট = বড় চোখের পাতা বিশিষ্ট।

ওষ্ঠাধর = উপরের ও নিচের ঠোঁট।

তর্জমা = অনুবাদ।

অনিমেষ = অপলক, পলকহীন।

ছায়া লোক = ছায়া + আলোক > ছায়ালোক।

বিজন মহত্ত্ব = জনশুন্য, নির্জন।

বাঁখারি = কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি।

ঢেকিশালা = যে ঘরে ঢঁেকি রাখা হয়।

গার্হস্থ্য সচ্ছলতা = পারিবারিক দৈনন্দিন।

ধন্যবাদ এতোক্ষন পর্যন্ত পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। পোস্টটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন । খুব শীঘ্রই আসছি ২য় পর্ব নিয়ে ।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন-স্বুস্থ্য থাকুন। খোদা হাফেজ।

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.