Cheap price backlink from grathor: info@grathor.com

একদিন জ্বর সকালে

একদিন জ্বর সকালে
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ

একদিন
জ্বর সকালে
তোমারে দেখেছি,
তোমার পিতার কাছে যাব
ভয় ভয় মুখটাকে চিনে রেখেছি।
সে যে
এসেছিল
শূন্য পায়ের স্বরে,
জ্বর তো এখনো কমেনি
বলেছিল আমার কপাল ধরে।

Marketing

আমি
আমার জন্য
সে চোখে দেখেছি
সংসারের ভালোবাসা।
ভুলতে পারি না চুপ চুপ আসা।

শোনো
সবাই শোনো,
আমি যে তখনই
মনে মনে ঠিক করেছি,
কিছু মানুষ গিয়ে, নিয়ে আসব
তারে
আমার হৃদয়
বাড়ি। মোনের হাতে
দোয়া করো, তারে যেন
জনম জনম ভালোবাসতে পারি।

Related Posts

11 Comments

  1. https://grathor.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

Leave a Reply