একটি পে পাল একাউন্ট ও ডলার আয়ের গুরুত্ব শুনলে অবাক হবেন।

আপনি বাংলাদেশি,আর তাই আপনি মনে করছেন আপনি ডলার দিয়ে কি করবেন,আর পে পাল একাউন্ট দিয়েই বা কি করবেন।তাই না?

অথচ ভাবুন টাকা ইনকাম এর সাইট আপনি অনেক খুজেছন।কিন্তু পেয়েছেন কি?সেটা আপনিই ভালো বলতে পারবেন।অথচ ডলার আয়ের হাজার হাজার সাইট আছে,এমন অনেক সাইট আছে যারা শুধুমাত্র পপুলারিটির জন্য হাজার হাজার ডলার সকল ইঊজারদের মাঝে গিভওয়ে করছে।আর ১ ডলার কমসে কম ৮৫ টাকা।আপনি চাইলে ডলার আয় করতে পারেন,তবে একটু চালাক টাইপের হতে হবে। তাহলে আপনাকে পাশাপাশি  পে পাল একাউন্ট এর গুরুত্ব অনুধাবন করতে হবে।যেমন ধরুন,

 

একটি পে পাল একাউন্ট থাকলেই আপনি যেসকল ভালো,বিদেশি সাইট আছে সেখান থেকে ডলার ইনকাম করে নিজের পে পাল একাউন্ট এ রাখতে পারেন।এখন পে পালের ডলার কি শখ করে ইনকাম করা যায়,জি হ্যা।Clip Claps এপের নাম শুনছেন।আপনি চাইলেই এই এপ থেকে কয়েক ডলার নিয়ে নিতে পারবেন।আপনি যখন প্রথমবার সাইন আপ করবেন,একটি জেমস বক্স পাবেন।তারপর সেখান থেকে একটি লটারি পাবেন।আর লটারি থেকে ১ ডলার ফ্রিতে পেয়ে যাবেন।তারপর এর মধ্যে ০.১০ ডলার পে পালে ঊইথড্র করতে পারবেন।কত ভালো সুযোগ না,আসলে এসব সুযোগ সব সময় থাকে না।আপনি যত একাউন্ট খুলবেন ঠিক তত ডলার করে পাবেন।এখন আপনার এই ডলার জমা রাখার জন্য একটি ওয়ালেট দরকার,আর তা হলো পেয় পাল।পে পাল একাউন্ট আন্তর্জাতিক সমর্থিত।কাজেই একটি পে পাল একাউন্ট তৈরী জরুরি।পে পাল একাউন্ট কিভাবে তৈরী করবেন,তা নিয়ে অবশ্যই ভাবছেন।কোনো সমস্যা নাই,পে পাল একাউন্ট তৈরি করা সম্ভব।তাও বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার ব্যাবহার করে।কোনো চিটীং -বাটপারি করেও একাউন্ট করব না,বরং একদম লিগ্যাল সিস্টেমে আপনি -আমরা চাইলে পে পাল একাউন্ট বানাতে পারব।বানানোর মেথডটা আমরা সকলেই জানি,কিন্তু ভালো ভাবে খুটে দেখি নাই হয়তো।

 

আমি এই সাইটের একটী পোস্টে বলেছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে ভেরিফাইড পে পাল একাউন্ট তৈরি করা যায়।কাজেই আজকে আমি শুধু অই পোস্টের লিংক শেয়ার করছি,কেননা আজকের পোস্টের বিষয় বস্তু হলো ডলার ও পে পাল একাউন্ট এর গুরুত্ব।কাজেই বুঝতেই পারছেন।

বাংলাদেশ থেকে ভেরিফাইড পে পাল একাউন্ট তৈরী করুন (grathor.com)

 

পে পালে যে ডলার নিবেন,তা আপনি সকল ভাবে ব্যাবহার করতে পারবেন।ব্যাংকের মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন।চাইলে অনলাইন কেনাকাটা,,আর নয়তো পে পাল থেকে ডিরেক্ট বাংলাদেশে সিম রিচার্জ করিয়ে নিতে পারবেন।সে অপশনও পে পালে আছে।

 

অবশ্যই পড়বেনঃ

 #এই কয়েকটি সাইট  থেকে আয় করুন দিনে ১০-২০ ডলার,টাকা নিন বিকাশে। (grathor.com)

 

#পরিশেষে এটাই বলতে চাই,আমরা যারা কোনো পোস্টে ডলার আয়ের কথা দেখি,তখনি এড়িয়ে যাই।কোন সাইটে টাকা আয় করে বিকাশে নিয়ে নিতে পারব,সেটাই খুজি।অথচ এটা ঠিক না।ডলার আয়ের ভালো ওয়েবসাইট, সহজ ওয়েবসাইট যদি ১০০০০ টা থাকে,তবে মনে রাখবেন,টাকা আয়ের ভালো ও সহজ ওয়েবসাইট একটাও নেই।

 

ধন্যবাদ।ভালো লাগলে শেয়ার করবেন,আর পাশাপাশি সাপোর্ট করবেন।কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন,আমি সাদরে উত্তর দিব।আবারো দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।                                   

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.