একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কমপ্লিট গাইডলাইন।

আজকাল ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন থেকে ইনকাম করার অনেক টিউটোরিয়াল, পোস্ট ইত্যাদি দিয়ে থাকে। আর আমরা সেখানে কাজ করার জন্য উত্তেজিত হয়ে যায়। কিন্তু দিন শেষে মনে আছে শুধু রাগ আর ওদের প্রতি ক্ষোব। কারণ আমরা সেখান থেকে ইচ্ছা অনুযায়ী এবং কাজ করে পেমেন্ট পাইনা।আমরা বিভিন্ন ওয়েব সাইটে একাউন্ট ক্রিয়েট করে সেখানে এড দেখে,বিডিও দেখে ইনকাম করার চেষ্টা করি।কখনো কি ভেবে দেখেছি কেন এই ওয়েব সাইট গুলো পেমেন্ট করে। কারণ আমরা ওয়েব সাইট বিজিট করলে কিংবা এড দেখলে ওয়েব সাইট এডমিন এর কিছু আর্ণ হয়। আর সেখান থেকে একটা পার্সেনটিজ আমরা পেমেন্ট হিসেবে পাই।আমরা ইচ্ছে কর লে কিন্তু এমন একটা ওয়েব সাইট ক্রিয়েট করেও ইনকাম করতে পারি।ওয়েব ডেবলেপমেন্ট অনলাইনে ইনকাম করার জন্য একটি সুন্দর বিষয়।আপনি চাইলে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হয়ে অনলাইন এ ক্যারিয়ার শুরু করতে পারেন।এর জন্য আপনার দরকার একটি কমপ্লিট গাইডলাইন।একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমরা প্রথমে কোন বিষয় দিয়ে শুরু করবো সেটা নিয়ে অনেক দিধায় থাকি।এর জন্য আমি যেটা বলবো___
প্রথমই আমাদের জানতে হবে একটি ওয়েব সাইট এর জন্য কি কি প্রয়োজন। একটি ওয়েব সাইটের জন্য প্রয়োজন_______
১।এইচটি এম এল।
২সিএস এস।
৩।বুটস্ট্রেপ।
৪।জাবাস্ক্রিপ্ট এন্ড জেকিওরি।
৫।যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।যেমন -(সি,সি++,পাইথন,রোবি,পিএইচপি)
একটি ওয়েব সাইটের কংকাল হচ্ছে এইচটিএমএল।তাই আপনারা প্রথমই এইচটিএমএল দিয়ে শুরু করবেন। তারপর সিএসএস।সিএসএস হচ্ছে ওয়েব ডিজাইন করার মূল জিনিস ৷সিএসএস এরা মাধ্যমে আপনারা একটি ওয়েব সাইট সুন্দর এবং কালার ফুল করতে পরবেন৷ তার পর বুটস্ট্রেপ শিখবেন। তার পর জাভাস্ক্রিপ্ট এবং জেকিওরি।এইটুকু শিখে আপনি নিজের জন্য একটি ওয়েব সাইট বানাবেন।এখন আপনি একজন পুসকে ওয়েব ডেভেলপার।এখন আপনার কাজ হলো আপনার আশেপাশে যারা এই বিষয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করা।আর বেশি করে প্রেকটিস করা।

Related Posts

8 Comments

  1. হা হা হা!! এক বছরে যা শিখা যায় না, তা একপ্টি পোষ্টে শিখিয়ে দিলেন?

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.