এই ৫ টি সিক্রেট বই আপনার জীবন বদলে দিতে সক্ষম

বই পড়াটা অনেকের প্রিয় শখ। আবার অনেকের ক্ষেত্রে ভিন্ন চিত্র লক্ষ করা যায়। তবে কয়েক দশক পর পর এমন কিছু বই লেখক পাবলিশ করেন যেগুলো একজন মানুষের জীবন বদলে দিতে সক্ষম।

আজকের আর্টিকেলে আমি আপনাদের এমন ৫ টি বইয়ের সম্পর্কে বলবো। আপনি এই মুহূর্তে কি করছেন সেটিতে কিছু যায় আসে না, আপনি হতে পারেন স্টুডেন্ট, চাকরিজীবি, ব্যবসায়ী। আপনি যে প্রফেশনে থাকুন বা আপনার বয়স যেমন হোক তবুও এই ৫ টি বই পড়লে এটি আপনার চিন্তাধারা অনেকটাই বদলে দিতে সক্ষম।

জীবন বদলে দেওয়ার মত ৫ টি সিক্রেট বইঃ

১. RICH DAD POOR DAD (Robert T. Kiyosaki): লেখক এই বইটির মাধ্যমে আমাদের শিখিয়েছেন কেন একজন দরিদ্র বাবা তার সন্তানকে সঠিক গাইডলাইন দিতে পারেন না এবং তারা দারিদ্রতার দিকে ঝুঁকে পড়েন। অন্যদিকে কিভাবে একজন ধনী বাবা তার সন্তানদের সঠিক গাইড দিয়ে সফল করে তুলেন। অর্থাৎ একজন দরিদ্র বাবা মায়ের প্রপার শিক্ষা না থাকার কারণে তারা তাদের সন্তানদের সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম হয়না, অন্যদিকে একজন ধনী বাবা মা ভালোমতো জানেন কিভাবে দিক নির্দেশনা দিলে তার সন্তান দ্রুত ভালো কিছু করতে পারবে। তবে আমাদের কারো কখনো এই অধিকার নেই বাবা মায়ের সাথে এই বিষয়ে খারাপ ব্যবহার করার। তারা সঠিক দিক নির্দেশনা না পাওয়ার ফলে তারা আমাদের গাইড করতে সক্ষম হয়না। কিন্তু তারা অবশ্যই সবসময় চান তাদের সন্তানকে সঠিক পথে রাখতে।

২. Secrets Of The Millionaire Mind (T. Harv Eker): যদি আপনি কোনো কিছুতেই সফল হতে পারছেন না তাহলে এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত। লেখক আমাদের এক বইটির মাধ্যমে বলেছেন, একজন সফল ব্যক্তি কি চিন্তাধারা করে সফল হয় অন্যদিকে একজন অসফল ব্যক্তি কি চিন্তাধারা করে অসফল হয়ে থাকে। লেখক এই বইটিতে এমন কিছু বলেছেন যেটি আপনি হয়তো জানতেন না। আর তাই বইটি অবশ্যই পড়বেন।

৩. Think & Grow Rich: লেখক এই বইটির দ্বারা আমাদের শেখানোর চেষ্টা করেছেন কিভাবে আমাদের চিন্তা ধারাকে অন্য ভাবে কাজে লাগাতে পারি এবং দ্রুত আমরা আমাদের কাজে সফল হতে পারি। যেমন আমরা সবাই শুধু লেখাপড়া, ইউনিভার্সিটি শেষ করে ভালো চাকরি এরপর সংসার এই প্রক্রিয়ায় জীবন ধারণ করি। তবে আপনার টেলেন্ট হয়তো অন্য এক দিকে অনেক প্রখর যেটিকে কাজে লাগিয়ে আপনি আরো বড় কিছু করতে পারেন।

৪. The Art of War: জীবন মানেই একটি বড় যুদ্ধক্ষেত্র যেখানে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ বা কম্পিটিশন করে টিকে থাকতে হয়। যেমন একটি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হেলে কম্পিটিশন, একটি ভালো চাকরি পেতে গেলে প্রতিযোগিতা। সবক্ষেত্রে কম্পিটিশন করে আমাদের টিকে থাকতে হয়। তবে লেখক এই বইটির দ্বারা শিখিয়েছেন কিভাবে সকল পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে প্রতিযোগিতা করতে হবে এবং সফল হতে হবে।

৫. The 7 Habit Of Highly Effective People: সফল ব্যক্তিরা এমন কিছু অভ্যাস আয়ত্ত করেন যার দ্বারা তারা দ্রুত সফল হন। অন্যদিকে অসফল ব্যক্তিরা এই ধরনের অভ্যাস না টেকনিক না জানায় তারা ব্যর্থ। লেখক এই বইটিতে এমন ৭ টি হেবিট বা টেকনিকের ব্যাপারে বলেছেন যেগুলো আপনার চিন্তাধারা এবং জীবন বদলে দিতে সক্ষম।

পরিশেষে বলব, আপনি যে অবস্থায় থাকুন না কেন অবশ্যই নিজের যেকোনো অবসর সময়ে এই ৫ টি বই পড়বেন। আল্লাহ হাফেজ

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.