ইমেইল কি? কিভাবে ইমেইল ঠিকানা খুলতে হয় আসুন জেনে নিন।

ইমেইল কথাটির মানে হল ইলেকট্রিক মেইল বা ইলেকট্রিক চিঠি। ইমেইলের মাধ্যমে আমরা যে কোন ঠিকানায় ছবি অথবা কোন একটি লেখা ইলেকট্রিক ভাবে পাঠাতে পারি। কোন ঠিকানা থেকে ইমেইলে নেতা মেইলবক্সে জমা হয়। যাদের ইমেইল ঠিকানা থাকে তাদের প্রত্যেকের একটি করে মেইল বক্স থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমানে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটি অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। কারণে চিঠি পড়ারও পাঠানোর কাজটি প্রায় সময়ই বিনা পয়সায় করা যায়। আজকালকার দিনের সকল স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজ করা যায় যেমন কোন একটি ইমেইল পাঠানো যায় তেমনি স্মার্টফোনের মাধ্যমে সেটি আবার পড়া যায়। ইমেইলের সাথে তুমি যে কোন ফাইল যুক্ত করে পাঠাতে পারো। আজকের দুনিয়ায় ইমেইল ছাড়া অনেক ব্যবসার কথা চিন্তাও করা যায় না। বিভিন্ন রকম ফাইল সেটি হতে পারে কোন ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ফাইল বা কোন ছবি। এরপরে আমরা কিভাবে ইমেইল খুলতে হয় সেটা শিখে নেব সামান্য প্রশিক্ষণ এই ইমেইল ঠিকানা খোলা যায়। বর্তমানে ইন্টারনেটের সুবিধার জন্য এই ব্যবহারটা খুব সহজ হয়ে গেছে। ইমেইল অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায়। ইমেইল গ্রহণের জন্য আইসিটি খোলা থাকার কোনো প্রয়োজন নেই। একই চিঠি একসাথে অনেক কে পাঠানো যায়। দিন রাত 24 ঘন্টার মধ্যে যেকোনো সময় ইমেইল পাঠানো যায় আবার পড়াও যায়। ইমেইল খোলার ব্যাপারে কিছু সতর্কতাঃ জরুরি যেমন অপরিচিত বা সন্দেহজনক ইমেইল খোলা উচিত নয়। কারণ তোমার আইসিটি যন্ত্রটিকে বিপদে ফেলে দিতে পারে অতএব সাবধান।

ইমেইল ঠিকানা খোলা: তাহলে চলো কিভাবে ইমেইল ঠিকানা খুলতে হয় শিখে নেই ।প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে কোন ইমেইল সেবা যার মাধ্যমে ইমেইল ঠিকানা খুলবো। ওয়েবে অনেকগুলো ইমেইল খোলার সাইট রয়েছে ।বিশ্বব্যাপী জনপ্রিয় সাইট গুলোর অনেকগুলোই তোমাদের চেনা যেমন জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল, ইত্যাদি সার্ভিস আমাদের পরিচিত অনেকেরই ইমেইল ঠিকানা রয়েছে। এখন কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত করতে হবে। তোমার কম্পিউটারে ব্রাউজার টি চালু করে পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ করুন ।প্রবেশের পর আমাদের নতুন ইমেইল ঠিকানা একাউন্ট খুলতে চাই না বা নিবন্ধন করতে হবে।এবার ফরম পূরণ করা অত্যন্ত সহজ সাইটটির নির্দেশনা অনুসরণ করে শেষে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করলেই হয়ে গেল তোমার ইমেইল একাউন্ট খোলা। আইডি এবং পাসওয়ার্ড টি গোপনীয় ভাবে সংরক্ষন করতে হবে অন্যথায় যে কেউ তোমার একাউন্টে প্রবেশ করতে পারে। তাহলে যে কাজগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে করতে হবে তা হল:

১.ইয়াহুর ওয়েব ঠিকানায় যাওয়া

২.মেইল লেখার উপর ক্লিক করা

৩. ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করে ফরম্যাট নিয়ে আসা ফরমটি পূরণ করা

৪.পাসওয়ার্ড টাইপ করা

এরপরেই হয়ে গেল আমাদের ইমেইল একাউন্ট খোলা।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.