- ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ১ম টি-টোয়েন্টি আজ শুরু হয় দুপুর ১২:৫০ টা।নিউজিল্যান্ডের সবচেয়ে বিখ্যাত স্টাডিয়াম এবং সেটি সবগুলো স্টাডিয়াম চেয়ে অকলেন্ড হচ্ছে সবচেয়ে বড় স্টাডিয়াম নিউজিল্যান্ডের।
১ম ইন্ডিয়া টস জিতে বলিং করার সিন্ধান্ত নেন।টস হেরে ব্যাটিং করতে নেমে গাপটিল এবং কলিন মোনরো শুরুটা ভালই করেন।তারা ১ম পাওয়ার প্লে তে ৬ষ্ট ওবারে ৬৮ টি রান সংগ্রহ করেন বিনা উইকেট এ।
সর্বোচ্চ ব্যাটিং এ সংগ্রহে….নিউজিল্যান্ড
১।কলিন মোনরো ৫৯(৪২)
২।রোসস টেইলর ৫৪(২৭)
৩।কেইন উলিয়ামসন ৫১(২৬)
সর্বোচ্চ বোলিং সেরা…
১।রবিন্দ্র জাদেজা ১/১৮(২)
২।শিবম ডুবে১/২৪(৩)
৩।জাসপ্রিত বোমরা ১/৩১(৪)
ইন্ডিয়া ২০৪/৪
সর্বোচ্চ রান সংগ্রহে ইন্ডিয়া…
১।শ্রেয়শ আইয়র ৫৮(২৯)
২।কে এল রাহুল ৫৬(২৭)
৩।ভিরাট কোহলি ৪৫(৩২)
সর্বোচ্চ বোলিং সেরা খেলোয়াড়
১।ইশ সদি ২/৩৬(৪)
২।টিক নার ১/৩৪(৩)
৩।সান্টনার ১/৫০(৪)
ইন্ডিয়া নিউজিল্যান্ডের দেয়া ২০৩ রান ছেচ করতে গিয়ে প্রথমে রোহিত শর্মাকে হারায়। কোহলি নেমে তা দলের মধ্যে কোন পেসার ক্রিয়েট করতে দেয় নি।সবার ভাল পারপর্মেন্স করায় ইন্ডিয়া সহজ ভাবে নিউজিল্যান্ডের দেয়া রান ১৯ ওভারে এক ওভার হাতে থাকতে জিতে নেই ইন্ডিয়া।
ম্যান অপ দ্যা ম্যাচ হন শ্রেয়স আয়র ৫৮(২৯)
8 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.


Nice
Nice
wonderful post
❤️
Nice
nice
https://grathor.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/
❤️