আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভাল আছেন আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি টিপস। আপনাদের ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা আপনাদের সবারই অনেক সময় একটা সমস্যা হয়ে থাকে যে আপনার ইউটিউবে যখন ভিডিও ডাউনলোড দেন তখন আপনারা না বুঝতে অনেক সময় অনেক বেশি এমবি কেটে নেয় আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে এলাম আমি। এখন থেকে আপনাদের ইউটিউবে ভিডিও ডাউনলোড করার সময় আর বেশি এমবি কাটবেনা। বন্ধুরা অনেক সময় এরকম হয় যে আপনারা একটি ভিডিও হয়ত দেখবেন কিন্তু ভিডিও টি তেমন জরুরি নয়।এবং এই ভিডিও টি আপনি ডাউনলোড করে দেখতে চাইছেন। কিন্তু যখন ডাউনলোড করতে যান তখন দেখা যায় ৫ মিনিটের ভিডিও তে আপনার ৩০ এমবি কেটে নিচ্ছে তখন তো মন টাই খারাপ হয়ে যায় যে একটা অপ্রয়োজনীয় ভিডিওর জন্য আপনাদের এত বেশি এমবি কেটে গেল তো বন্ধুরা আজ থেকে আপনাদের এই সমস্যা আর হবেনা। তো চলুন শুরু করা যাকঃ বন্ধুরা এর জন্য আপনাকে ইউটিউব প্রোফাইলে যেতে হবে। এর পরে আপনি সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন।এর পরে আপনি দেখতে পারবেন আপনাকে অন্য একটি পেজে নিয়ে গেছে যেই পেজের তিন নম্বর অপশনটিতে ডাউনলোড বলে একটি লেখা দেখতে পারবেন।আপনাকে যা করতে হবে তা হলো ডাউনলোড অপশন টি তে ask every time অপশনটি সেভ করে রাখতে হবে।তাহলে এর পরে যখনি আপনি ডাউনলোড করতে যাবেব তখনি আপনাকে ইউটিউব শো করবে যে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন তা কত কত এমবি তে ডাউনলোড করতে পারা যাবে। আপনি আপনার ইচ্ছা মত কম বা বেশি এমবি দিয়ে ভিডিও টি ডাউনলোড করে নিতে পারবেন। কম এমবি দিয়ে ভিডিও ডাউনলোড করলে আপনাদের ভিডিও কোয়ালিটি টা একটু খারাপ হবে। আর এইচডি কোয়ালিটি ডাউনলোড করলে ভিডিও কোয়ালিটি টা ভালো হবে।
আশা করি বন্ধুরা আপনাদের ভাল লেগেছে। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ বন্ধুরা
16 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

ধন্যবাদ, এই রকম টিপস শেয়ার করার জন্য।
😊
Gd
Tanx
সুন্দর পোস্ট
Gd
সুন্দর
থ্যাংকস অল
good
Good post bro
Thanks
nice
nice
nice
Tnx gor good post
Thanks for sharing this post…