ই-কমার্সের ট্রেড লাইসেন্স কেনো, কিভাবে?

ঘরে বসে কিছু করতে চাওয়া এবং তার জন্য পন্য সোর্সিং করে একটা ফেসবুক পেজ খুলে বিক্রির উদ্দেশ্যে পন্যের ছবি দেওয়া থেকেই আমাদের বেশিরভাগের অনলাইন ব্যাবসায়ের সূচনা।

নাহ এতে আইনগত তেমন কোণ বাধ্য বাধকতা নাই।চাইলেই অনলাইন ব্যাবসায় শুরু করে দেওয়া যায় যে কোন সময়ে। তবে রাত দিন পরিশ্রম করে যে ব্যাবসায় দাড় করানো, যদি হুট করে উরে এসে জুরে বসে কেউ এর মালিকানা দাবি করে তার জবাব দেওয়ার মত উচিত প্রমানাদি কি দেখাতে পারবো আমরা?? অথবা কোন আইগত জটিলতায় পরলে কিভাবে আমার সাথে পেজ এর সম্পর্ক জাস্টিফাই করবে কেউ? সরকারের বিভিন্ন সু্যোগ সুবিধা পেতে এবং বাইরের দেশে পন্য পাঠানোর প্রক্রিয়া তেও ট্রেডলাইসেন্স প্রয়োজন।

আরও যে সকল ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দরকার হয় তা হোলো :
✔ব্যাংক ঋন নিতে।
✔ব্যাবসায় সংক্রান্ত ভ্রমনের ক্ষেত্রে।
✔ব্যাবসায়িক কোন এসোসিয়েশনে যোগ দিতে।
✔ব্যাবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে।
✔ভ্যাট এর জন্য।

🌿সময় এসেছে নিজের শখে বা প্রয়জনে শুরু করা উদ্যোগকে বৈধতা দেওয়ার।
আর ট্রেড লাইসেন্স ই যে কোন ব্যাবসায়ের প্রথম এবং প্রধান বৈধ কাগজ। ১৯৮৬ সালের মিউনিসিপাল  ট্রাকশন বিধিমালার ৪৪(১) বিধি অনুসারে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাবসায় পরিচালনা করতে ট্রেড লাইসেন্স  আবশ্যক। টং দোকান,  ফুতপাতের বিক্রেতা ভাইয়েদের জন্যও এই লাইসেন্স জরুরি।

তিন রকম ব্যাবসায়ের ট্রেড লাইসেন্স হয়।
১.প্রপায়টরশিপ।
২.প্রাইভেট লিমিটেড।
৩.পার্টনারশিপ।

🌿কি কি লাগে?
✔জাতীয় পরিচয় পত্র।
✔তিন কপি ছবি।
✔ভাড়া বাসায় অফিস থাকলে ভাড়ার চুক্তিপত্র। ✔নিজের বাসা হোলে সিটি কর্পোরেশন এর হালনাগাদ করের রশিদ।
✔ইউটিলিটি বিলের কপি।
(বি:দ্র:এখানে প্রপায়টরশিপ অনুযায়ী বলা হয়েছে। প্রাইভেট ও পার্টনারশিপ এর ক্ষেত্রে আরও কিছু কাগজ জমা দিতে হয়।)

🌿কোথা থেকে করবো?
ট্রেড লাইসেন্স  মূলত সিটি কর্পোরেশন, উইনিয়ন পরিশদ, পৌরসভা, জেলা, উপজেলা পরিসদে করা হয়ে থাকে।
ঢাকার ক্ষেত্রে উত্তর এবং দক্ষিন সিটি কর্পোরেশন এর আওতায় পাচটি করে অঞ্চল ভাগ করে দেওয়া আছে। যে এলাকাতে ব্যাবসায় পরিচালিত হবে সেই এলাকার নির্ধারিত অফিস থেকে ট্রেড লাইসেন্স করা যাবে।

সাধারনত, দুই ধরনের ট্রেড লাইসেন্স ফর্ম পাওয়া যায়।  আই ফর্ম এবং কে ফর্ম। প্রতি ফর্মের দাম ১০ টাকা। ছোট  ব্যাবসায় এর জন্য আই ফর্ম এবং বড় ব্যাবসায় এর জন্য কে ফর্ম।

🌿কত টাকা লাগে?
ফি জায়গা এবং ব্যাবসায় এর ধরন ভেদে ভিন্ন হয়। তবে মোটামুটি ২০০-২৬০০০ এর ভেতর থাকবে।

সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স করতে তুলনামূলক বেশি খরচ হয়। ইউনিয়ন পরিশদ বা অনান্য জায়গার সেটা কম।

🌿কত দিন লাগে?
৩-৭ কার্য দিবস।

🌿মেয়াদ কত দিন?
এক অর্থ বছর। প্রতি অর্থ  বছরে প্রথম তিন মাসের মধ্যেই পুনরায় ফি পরিশোধ করে আগের জায়গা থেকে নবায়ন করতে হবে।

🌿ই-কমার্স  কোন ক্যাটাগরিতে পরে?
ট্রেড লাইসেন্স ফর্মে এক বা একাধিক ক্যাটাগরি উল্লেখ করতে হয়। লাইসেন্স শুধুমাত্র ঐ ক্যাটাগরিতে  ব্যাবসায়ের ক্ষেত্রেই ব্যাবহার করা যাবে।
*বর্তমান ই-কমার্স ব্যাবসায় আইটি বা সফটওয়্যার ক্যাটাগরিতে নিবন্ধন করা হয়।
* তবে বিভিন্ন রকম পন্য বিক্রয় করলে জেনারেল সাপ্লায়ার ক্যাটাগরিতে নিবন্ধন করা যায়।

আমরা ডোমেইন এর প্রয়োজনীয়তা জানি, ভারা বাসা বাদ দিয়ে ডোমেইন কিনে স্থায়ি বাসা বানিয়েছি আমরা। এবার তাহলে এই বাসার কাগজ পত্র অর্থাৎ ট্রেড লাইসেন্স রুপি দলিল রেডি করে ফেলি কি বলেন?

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.