আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার প্রবল আত্মবিশ্বাস এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার

হ্যালো বন্ধুরা
This is Raj Miraj.
আমি আপনাদের সামনে আজ কেয়া মনি কয়েকজন সফল ব্যক্তিদের নিয়ে হাজির হয়েছি যারা একসময় আপনার আমার মত বেকার ছিল। তার অনেকদিন খুঁজেছিল বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম যেখান থেকে ইনকাম করা যায়।

আজ আপনি আমি যেমন খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিউ করছি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সেটিংস ঘুরতেছি।

তারাও এমন করে ছিল একসময় অনেক সাধনার মাধ্যমে তারা পৌঁছেছে তাদের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে।

কথায় আছে কষ্ট কখনো বিফলে যায়না। তারা একসময় কষ্ট করেছিল তাই আজকে ফল ভোগ করতেছে।

আজকে যেমন আপনি আমি খুজতেছি ভালো একটি প্ল্যাটফরম যেখানে থেকে ইনকাম করা যায় ঠিক তারাও এক সময় এরকমই খুঁজেছিল বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু শত বাধা পেরিয়ে তারাও একসময় তাদের নিজ গন্তব্যে পৌঁছেছে।

তাই আমরাও চেষ্টা করতেছি এবং ইনশা আল্লাহ আমরাও একদিন ভালো কোন পদ্ধতি অবলম্বন করে ইনকাম এর একটি মাধ্যম খুঁজে বের করতে সক্ষম হব।

আমি আপনাদের আজকে পরিচয় করিয়ে দিতে চাই এমন একজন সফল ব্যক্তি সাথে তিনিও একসময় ঘুরেছিল বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং এক্টিভেশন এর পিছনে।

কিন্তু সেখান থেকে তিনি সফল হতে পারেননি। পরবর্তীতে তিনি এই মার্কেটপ্লেসে এসে আজকে একজন শিক্ষকের মর্যাদা উত্তীর্ণ হয়েছে।
Freelancer.com

বর্তমান সময়ের একটি পপুলার আর্নিং সাইট।এখানে কাজ করে অনেক ব্যক্তি তার প্রফেশনাল লাইক এ অ্যাডজাস্ট করে নিয়েছে এটার সাথে

Freelancer nasim
নামটা হয়তো অনেকের পরিচিত হয়তোবা প্রথম শোনা নাম । তিনিও একদিন আমাদের মতো ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের আরনিং ওয়েবসাইট এর পিছনে।কিন্তু হয়তোবা তিনি একসময় পেয়ে গিয়েছিলেন এরকম একটি প্লাটফ্রম এবং কে গেছিলেন কিছু সফল গাইডলাইন।সেই মাধ্যমের মধ্য দিয়ে আজকে তিনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার বেকার সমাজকে কর্মক্ষম করে তুলছেন।

আপনিও চাইলে যোগ দিতে পারেন তাদের সাথে। দেখতে পারেন তাদের ভিডিওগুলো কথা বলতে পারেন তাদের সাথে।

Facebook pagehttps://www.facebook.com/freelancernasimfans/

YouTube
https://www.youtube.com/c/FreelancerNasims

ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.