আইটেল নিয়ে এলো কম দামে খুবই ভালো একটি স্মার্টফোন।৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩ জিবি রেম মাত্র ৯০০০ টাকায়🤔🤔🤔🤔👍👍👍

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রিকস শেয়ার করার জন্য এসেছি।
আজ আমি আপনাদের মাঝে এসেছি একটি ফোনের রিভিউ নিয়ে। আমি আজ আপনাদের কে যে ফোনটির ব্যাপারে বলবো সেটা খুবই ভাল এবং দুর্দান্ত একটি ফোন। আপনারা যারা কম দামে ভালো একটা ফোন কিনতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য আজকে আমার এই পোস্ট টি।
ফোনটি হচ্ছে আইটেল ভিশন 1 প্লাস এটি কিছু দিন হলো আমাদের দেশে লঞ্চ হয়েছে। এই ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী এর দাম খুবই সস্তা রাখা হয়েছে । এর স্পেসিফিকেশন গুলো আমি আপনাদের কে বলছি ।
আইটেল ভিশন 1 প্লাস:
ভার্সন- 9.0 পাই
ব্যাটারি- ৫০০০ মিলি অ্যাম্পিয়ার
ডিসপ্লে- ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে
রেজুলেশন- ৭২০ *১৬০০ পিক্সেল
ক্যামেরা- ১৩ + ২ এমপি এবং সেকেন্ডারি – ৮ এমপি
রেম- ৩ + ৩২ জিবি এবং ২ জিবি + ৩২ জিবি
নেটওয়ার্ক- ৩জি ,৪ জি সাপোর্টেড
চিপসেট- ইউনিসক স্প্রেড ট্রাম ৯৮৬৩
সিপিইউ- অক্টাকোর ১.৬ গিগাহার্টজ
জিপিইউ- অ্যাডরেনো ৬১০
কার্ড স্লট- মেমোরি কার্ড সাপোর্ট আপটু ১২৮ জিবি
ইউএসবি এবং ৩.৫ মিমি জ্যাক- সাপোর্টেড।
সেন্সর- ফিঙ্গার প্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদি।
কালার – গ্রাডিয়েশন পারপেল , এবং ব্লু
ফাস্ট চার্জিং- সাপোর্টেড।
এত কিছু ফিচার থাকা সত্ত্বেও এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র ৯৪৯০ ( ৩ + ৩২ জিবি ) এবং ৮৫০০ ২ + ৩২ জিবি । এই ফোনটি দেখতে একদম আইফোন ১১ এর মতো দেখায় । এই ফোনটি দিয়ে আপনারা যেকোনো ধরনের গেমস যেমন পাবজি, ফ্রি ফায়ার, ইত্যাদি খেলতে পারবেন অনায়াসে এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা দিয়ে আপনারা প্রায় ২- ৩ দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তাই আপনারা যারা কম দামে একটি ভালো ফিচার এর ফোন কিনতে চাচ্ছেন তারা দেরি না করে ফোন টা কিনে ফেলতে পারেন । কারন এই দামে এই রকম ফোন আপনারা কোথাও পাবেন না । আপনারা চাইলে ইউটিউব থেকে এই ফোনটির রিভিউ দেখে নিতে পারেন।

স্মার্টফোন কেন গরম হয় দেখে নিন এর সমাধান

তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে কোনো একটি নতুন পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.