অসাধারণ নতুন কিছু কবিতা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই আল্লাহর অশেস রহমতে ভালো আছেন।তো আজ আমি আপনাদের সাথে অসাধারণ নতুন কিছু কবিতা শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করবেন

কবিতাঃ- পথশিশু
দুঃখ-কষ্ট আছে যেথায়
সবই বক্ষমাঝে চেপে রয়।
আজ কোথায় আছে মানবতা
কোথায় সে রঙিন শহর
মুমূর্ষু অবস্থায় জীবন চলে
খসে-পড়া পাখির পালকের মতন ।
নানান বয়সী আমরা পথশিশু
মানবেতর জীবন আমাদের।
সন্ধ্যা নামে নিয়মের গতিতে –
গভীর হয় যখন রাত,
স্টেশনের যাত্রী ছাউনীতে।
নিদ্রায় আমরা পড়ে থাকি,
শীত কিংবা গ্রীষ্ম, বর্ষায়।
সারিবদ্ধ হয়ে ফ্লোরের এক কোণে
কুয়াশায় আচ্ছন্ন যখন চারদিক।
এভাবে কাটে জীবন, বলবো কী আর?
প্রকৃতির রূপ-রস নেই শহরে –
যানবাহনের দূষিত শব্দে,
জীবন যে ক্ষয়ে যায় । পরিশেষে অসহায়,
শুধু হায়! হায়!!

কবিতাঃ-বাংলার কবিতায়
কত না বইয়ে, কত না খাতায়
লেখা আছে কত কবিতা।
আমিও আজকে লিখে দিতে চাই
বাংলা মা’কে দেবো তা।
লিখতে গেলেই শুধু মনে হয়,
কারা আছে সব কবিতায়,
কাদের রক্ত আজও মিশে আছে
বাংলা বর্ণমালায় ।
বাংলার অনেক গল্প,
কবিতায় তাঁদেরকে মোরা দেখতে পাই,
ভাষা বাঁচাতে বুকের রক্ত যারা
রাজপথে দিয়ে গেছে ভাই।
যাঁদের দেয়া রক্তে মোরা
পেলাম মাতৃভাষা,
এই কবিতায় জানাই তাঁদের
সহস্র কোটি শ্রদ্ধা।

কবিতাঃ-ফাঁকি বাজি
পড়তে বসলে মাথায় ব্যথা
খেতে বসলে নাই।
লিখতে গেলে হাতে ব্যথা
অঙ্ক কষলেও তাই।
রাতের বেলা পড়ার সময়
ঘুম আসে চোখ ভরে।
তখন বলি, এখন থাক
পড়বো না হয় ভোরে।
এমনি করে দিন কাটিয়ে
পরীক্ষাতে গিয়ে,
বাড়ি ফিরে এলাম,
খাতায় দুটো শূন্য নিয়ে ।

কবিতাঃপ্রভাতি উচ্চ বিদ্যানিকেতন
গর্বের সাথে বলতে পারি, আদর্শের প্রভাতী
এখানে রয়েছে অনেক
শিক্ষক শিক্ষিকার বানী।
এখান থেকে দেখতে পাই
সৎ পথের আলো।
উৎসাহ দিয়ে শিক্ষকরা বলেন
তোমরা খুব ভালো। বলেন তারা মন দিয়ে পড়ো
নিজেদের ভবিষ্যৎ গড়ো।
এখান থেকে পড়ে আমরা
ভালো রেজাল্ট আনি।
তাইতো সবাই বলে এটা
আদর্শের প্রভাতী ।

Related Posts

19 Comments

  1. https://grathor.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/

  2. https://grathor.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.