অষ্টম শ্রেনির কুরআন মাজিদ ও তাজভিদ অ্যাসাইনমেন্ট উত্তর। الصفات المتضادة এর প্রথম পাচটির বিবরণ দাও। ৮ম শ্রেনির কুরআন মাজিদ অ্যাসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন।

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম!
আপনারা সকলে হয়তোবা টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের পোস্ট কি নিয়ে।
৮ম শ্রেনীর শিক্ষাথীদের অ্যাসাইমেন্ট এর উত্তর আমি নিচে (বাংলার সাথে আরবি) আপনাদের মাঝে উপস্থিত করেছি। আমি আশা করি আপনারা যদি সুন্দর ভাবে বাংলা গুলোর পাশাপাশি আরবি গুলো খাতায় লিখতে পারেন, তাহলে আমি অবশ্যই বলবো এই বিষয়ে আপনার A+ নিশ্চিত।
তো এবার খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান, লিখার জন্য।
অষ্টম শ্রেনির আরো অ্যাসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন।

উত্তর : ভূমিকা ঃ মহাগ্রন্থ আল – কুরআনের উচ্চারণবিধিতে صفات- এর ভূমিকা অপরিসীম । সিফাতের অন্যতম প্রকার হলাে সিফাতে গায়রে গঙ্গাযান্দাহ । নিচে এর প্রকারভেদ হুরূফসহ বর্ণিত হলাে।
صفات غير متضادة- এর প্রকারভেদ :
صفات غير متضادة
সাতটি ।
যথা- ১. সফীর . ( صفير ) ২. ক্বলকলাহ ( قلقله ) ৩. লীন ( قلقله ) .৪ ইনহিরাফ ( انجراف ) ৫.তাকরার ( تکرار ) ৬.তাফাশশী ( تفشی )
৭. ইস্তিত্বালাত ( اشتطالت ) নিয়ে এদের আলােচনা পেশ করা হলাে।

১/ সফদর ( صفير ):
এই সিফাত আদায় করার সময় মাখরাজ থেকে এমন আওয়াজ বের হয় , যা চড়ুই পাখির আওয়াজ কিংবা মুখ থেকে বের হওয়া ফিশ ফিশ আওয়াজের ন্যায় । এ সিফাতকে সিফাতে সফীর صفة صفیں বলে । এর হরফ তিনটি ( ز – س – ص ) এর হরফগুলােকে হুরূফে সফীরাহ صغير ( ضفيرة ) বলে ।
*উদাহরণ : والماء এর س ( সীন )।

২/ কলক্লাহ ( قلقله):
এ সিফাত আদায় করার সময় মাখরাজে শক্তিপূর্ণ কম্পন সৃষ্টি হয় এবং তা মুখভর্তি অবস্থায় কিঞ্চিৎ সময় নিয়ে শেষ হয় । এটা ওয়াকফ অবস্থায় বৃদ্ধি পায় এবং ওয়াছল ( وصل ) অবস্থায় হ্রাস পায়। এ সিফাতকে সিফাতে কুলকুলাই (صفت قلقله ) বলে । এর হরফ ৫ টি । একত্রে قطب جذ এ হরফগুলােকে হুরূফে কুলকুলাহ ( حروف قلقله ) বলে ।

৩/ লীন ( لین );
এ সিফাত আদায় করার সময় মাখরাজের মধ্যে এমন নরমভাবে উচ্চারণ করতে হয় , যাতে হরফের উপর ইচছা । করলে পাঠকারীর জন্য মাদ্দ করার অবকাশ থাকে । এ সিফাতকে সিফাতে লীন ( صفة لين ) বলে ।
এর হরফ দুটি ی – و; একে হুরূফে লীন ( حروف لین )বলে । উক্ত হরফরয় সাকিন হলে এবং এর পূর্বের হরফে যবর থাকলে লীন ( لین ) সিফাত হবে ।

৪/ ইনহিরাফ ( انجراف ):
এ সিফাত আদায় করার সময় নিজ মাখাৱা থেকে জিহবা ফিরে অন্য মাখরাজের দিকে কিঞ্চিৎ অগ্রসর হয় বা উল্টে যায় । এ সিফাতকে সিফাতে ইনহিরা। صفة انحراف বলে । এর হরফ দুটি- -ل- ر
একে হুফে মুনহারিফাহ বলে । উলেখ্য , লাম ( J ) আদায় করার সময় জিহবার অগ্রভাগ ر ( রা ) -এর মাখরাজের দিকে এবং ر ( রা ) আদায় করার সময় জিহবার কিয়দংশ J ( লাম ) -এর মাখরাজের দিকে অগ্রসর হয় ।

৫/ তাকরার ( تکرار );
এই সিফাত আদায় করার সময় মাখরাজের মধ্যে জিহার অগ্রভাগে এমন কম্পন সৃষ্টি হয় , যার কারণে আওয়াজের মধ্যে বার বার একই হরফ উচ্চারণের শব্দ শুনা যায় । এই সিফাতকে সিফাতে তাকরার ( صفة تكرار ) বলে। উদাহরণ الرحمن এর ر ( রা ) । উল্লেখ্য , আকরার تكرار অর্থ এই নয় যে , এক ر কয়েকবার উচ্চারিত হয় , এরূপ ধারণা করা ভুল ; বরং জিহ্বা নিজ আয়ত্তে রাখতে হয়।

***তো দর্শক আজ এই পযন্ত।

****হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।
লেখক: মুহাম্মাদ সজিব মৃধা
(আল্লাহ হাফেজ)

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.