অর্থই কি সব অনর্থের মূল?

আশা করি সবাই ভালো আছেন।আময়াদের একটা প্রবাদ আছে যে অর্থ সব অনর্থের মূল।টাকা সুখ দিতে পারে না।আমি এই কথাটা কতটা গ্রহনযোগ্য সেইটা নিয়ে আজ কথা বলবো;

টাকা সুখ দিতে পারে না,এটা আমি বিশ্বাস করি।কিন্তু অভাব কি মানুষকে সুখ দিতে পারে।যারা তোমাকে বলছে যে টাকা কিছু না।টাকা দিয়ে কি হয়।সেই মানুষগুলো হয়তো জীবনে অনেক টাকার মালিক না হয় নিজে জীবনে কোনোদিনও টাকা ইনকাম করতে পারে না।টাকার মূল্য কতটা সেই তুমি একজন দরিদ্র মানুষকে জিজ্ঞেস করো যে টাকার জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে,তাকে জিজ্ঞেস করো যে টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারে না,ঔষধ খেতে পারে না।তাকে জিজ্ঞেস করো যে টাকার জন্য স্কুলে ভর্তি হতে পারে না।তারা জানে টাকার মূল্য কতটুকু।তুমি যেই কোটিপতিদেরকে জিজ্ঞেস করছো তাদের তো টাকার অভাব নেই তাই তারা কি করে বুঝবে টাকা না থাকার কষ্টটা।যেই অসফল মানুষদেরকে জিজ্ঞেস করছ তারা তো নিজের জীবনে টাকা উপার্জন করতে পারি নি।তাই সে কিভাবে বলবে টাকাই সবকিছু।তুমি জীবনে সুখ পেতে গেলে তোমাকে অবশ্যই সত-পথে টাকা রোজগার করতে হবে।আর এটাতো লক্ষ করেছো যে বাবার টাকার উপর নির্ভর করে আত্তিয়, পাড়া-প্রতিবেশীদের ব্যবহার কেমন হবে।আর এখন তো টাকার কারনে ভালোবাসা গুলোও শেষ হয়ে যায়।তাহলে কেনো আমরা জীবনে টাকা ইনকাম করতে চাই না।টাকা ছারা জীবনকে কেও কখনো মূল্য দিবে না।তাই সত-পথে রোজগার করো এটা তোমাকে টাকাও দিবে আর সবাই ভালোবাসবে।।একটা ছোট মেয়ে কাদছে খেলনার জন্য কিনে দিলে হাসিমুখ চলে আসবে,আর না দিলে সান্ত্বনা দেওয়া ছারা কিছুই থাকবে না।এইরকম হাজারো উদাহরন রয়েছে আমাদের সমাজে।

তাই বন্ধুরা বিশ্বাস করতে শিখো টাকা ছারা জীবন চলে না।টাকা ছারা তুমি তোমার ইচ্ছে সপ্ন গুলোকে পূরন করতে পারবে না।টাকা ছারা কেও মূল্য দিবে না।এইগুলোও বিশ্বাস করে টাকা ইনকাম করতে শিখো দেখবে জীবন পাল্টে গিয়েছে।

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.