অবাক পৃথিবীর ৩০টি অজানা খবর।

হ‍্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আজকে আবারো একটি নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পোস্টটি থেকে আপনি অবাক পৃথিবীর ৩০টি অজানা খবর সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক।

১• প্রশ্ন :- পৃথিবীর কোথায় পানির নিচে রেলস্টেশন আছে ?
উ:- জাপানে।
২• প্র:- কোন ব্যক্তি জীবন্ত সাপ ভক্ষণ করতে পারে?
উ:- চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর এলাকার প্রসাদপুর এর আইনাল।
৩•প্র:- পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর নাম কি?
উ:- কচ্ছপ প্রায় ২০০০ বছর বাঁচে।

৪•প্র:- পাখা নেই তবুও কোন পাখি উড়তে পারে?
উ:- উড্ডুক পাখি।
৫• প্র:- পৃথিবীর কোন দেশের কোন ব্যাঙ আকাশে উড়তে পারে?
উ:- ইন্দোনেশিয়ার বাকো কোরাস ব‍্যাঙ।
৬• প্র:- পৃথিবীর কোথায় ভাসমান দ্বীপ রয়েছে?
উ: জার্মানিতে।
৭• প্র:- পৃথিবীর কোথায় সোনার মন্দির আছে?
উ:- ভারতের বেনারসের মন্দির।

৮• প্র:- পৃথিবীর কোন শহরকে কসাইখানা বলা হয়।
উ:- আমেরিকার শিকাগো শহরকে।
৯• প্র:- কোন প্রাণী শব্দ করতে পারেনা?
উ:- জিরাফ।
১০• প্র:- পৃথিবীর কোন দেশে গাছপালার জন্য হাসপাতাল আছে?
উ:- জার্মানির ফ্রাংফুট শহরে।

১১• প্র:- পৃথিবীর কোথায় রাবারের রাস্তা আছে?
উ:- প‍্যারিস শহরে।
১২• প্র:- পৃথিবীর কোন ব‍্যক্তি টাকা দিয়ে ঘর সাজিয়েছিল?
উ:- লেবাননের সোহেল করণী ব‍্যক্তি।
১৩• প্র:- পৃথিবীর কোন নদীতে মাছ নেই?
উ:- জর্ডান নদীতে।
১৪• প্র:- বিশ্বের কোথায় ঝুলন্ত তারের রাস্তা আছে?
উ:-সুইজারল্যান্ড।

১৫• প্র:- কোন পশুর চামড়ায় বন্দুকের গুলির ঢোকেনা?
উ:-গন্ডার।
১৬• প্র:- কোন প্রাণী দাড়িয়ে ঘুমায়?
উ:- ঘোড়া।
১৭• প্র:- কোন প্রাণী মুখ দিয়ে খাই এবং মুখ দিয়ে হাগে?
উ:- বাঁদুর।
১৮• প্র:- কোন প্রাণী এক পায়ে দাঁড়িয়ে ঘুমায়?
উ:- হাঁস।
১৯• প্র:- কোন প্রাণীর দেহ আছে কিন্তু মাথা নেই?
উ:- কাকড়া।
২০• প্র:- কোন প্রাণী সামনের পরিবর্তে পিছনে দৌড়ায়?
উ:- চিংড়ি মাছ।

২১• প্র:- কোন প্রাণী জিহ্বা দিয়ে শোনে ?
উ:- সাপ।
২২• প্র:- কোন গাছ পাতা থেকে জন্ম নেই?
উ:- পাথর কুচি।
২৩• প্র:- পৃথিবীর কোন দেশে কাচের রাস্তা আছে?
উ:- বেলজিয়ামে।
২৪• প্র:- কোন দেশে সিগারেট খেয়ে বাকি অংশ মাটিতে ফেলে দিলে জরিমানা দিতে হয়?
উ:- সিঙ্গাপুরে।

২৫• প্র:- কোন প্রেসিডেন্ট এক সময় বাদাম বিক্রি করতে ন?
উ:- আব্রাহাম লিংকন।
২৬• প্র:- পৃথিবীর কোন দেশে বছরে ৬ মাস দিন আর ৬
মাস রাত থাকে?
উ:- মেরু অঞ্চলে।

২৭• প্র:- কোন গাছ তুড়ি দিলে নাচে?
উ:- তুরুক চান্ডাল।
২৮• প্র:- কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
উ:- জার্মানিতে।
২৯• প্র:- পৃথিবীর কোন শহরকে দিনে দুইবার করে ধৌত করা হয়?
উ:- সিঙ্গাপুর শহরকে।
৩০• প্র:- কোন সাপ আকাশে উড়তে পারে?
উ:- প্যারাডাইস ট্রি স্নেক।

তো বন্ধুরা পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর কথা না বারিয়ে এখান থেকে শেষ করছি। আপনারা ভালো থাকেন,সুস্থ থাকেন। আল্লাহ্ হাফেজ।

Related Posts

12 Comments

  1. ভারতের অমৃতসরে শিখদের মন্দিরকে গোল্ডেন টেম্পল বা স্বর্ণমন্দির বলা হয়। বেনারস তথ্যটি সম্ভবত ভুল।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.