অনলাইনে টাকা উড়ছে, আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড আর্টিকেল লিখে 2022

অনলাইনে টাকা উড়ছে! কথাটি ব্যঙ্গাত্মক নয়/একদম সত্যি কথা। যারা বলে অনলাইনে টাকা আয়ের ত্রিপুরার খবর, তাদের প্রতি রইল ডিজিটাল প্ল্যাটফর্মের দাওয়াত। সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় একবার এখানে কাজ শুরু করুন, প্রচুর টাকা আয় করুন। অনলাইনে অনেক পদ্ধতিতে টাকা ইনকাম করা যায়। অনলাইনে টাকা ইনকাম করাটা, একদম ইজি। এর শুরু আছে কিন্তু কোথায় গিয়ে শেষ হবে জানি না। শুধু এতটুকুই বলব অনলাইনে টাকা আয় করা যায়। প্রফিটেবল না কাজ করলে অবশ্যই আপনি টাকা পাবেন। কথা না বাড়িয়ে আসুন দেখে নেই অনলাইনে কিভাবে আমরা টাকা উপার্জন করতে পারি।

যে সব উপায়ে অনলাইনে টাকা আয় করা যায়:

  • ভিডিও আপলোড করে
  • সোশ্যাল মিডিয়া থেকে
  • অডিও কন্টেন্ট তৈরি করে
  • অনলাইন শপিং সেন্টার খুলে
  • ব্লগিং করে
  • ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে
  • আরো অনেক অন্যান্য উপায় ইনকাম করার ব্যবস্থা আছে
  • এলিভেটেড মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • বুক পাবলিশিং
  • অনলাইন অর্ডার এন্ড ডেলিভারি
  • অনলাইন শপ
  • অ্যাড অ্যাপস
  • অ্যাডভার্টাইজমেন্ট
  • অন্যান্য

উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও আপনি আরও অনেক ভাবে অনলাইনে ইনকাম করতে পারবেন।সোজা কথায় যে সমস্ত কাজ গুলো অফলাইনে করা যায় তার অনেকগুলো কাজে এখন অনলাইনে সম্পন্ন করা সম্ভব। আর কাজ করলে আপনাকে কে টাকা দিবেনা। কাজ করলে কত টাকা পাবে ন, সেটা আপনার উপর নির্ভর করে। এবার আসুন অনলাইন থেকে খুব সহজে কিভাবে আমরা উপার্জন করতে পারি সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ধরুন আপনি অডিও কিংবা ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন না। অথবা ফ্রিল্যান্সিংয়ের কোন কাজ আপনি জানেন না। মার্কেটিং অথবা অনলাইন শপ সম্পর্কে আপনি ভালো বোঝেন না। তাহলে কি আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না?

এবার আসুন জেনে নিন কোন সহজ পদ্ধতিতে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন: ব্লগিং শুরু করুন। ব্লগিং খুব সহজ ও যুগ উপযোগী একটি আউটসোর্সিং।যে কেউ চাইলে অনায়াসে ফ্রী ব্লগ সাইট খুলতে পারেন। সেক্ষেত্রেও আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।

ব্লকিং কিংবা অনলাইনে লেখালেখি খুব সহজ একটি বিষয়। কারণ এখন প্রচুর ব্লক কনটেন্ট অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন প্রতিদিন প্রচুর পরিমাণ ব্লক কনটেন্ট এর দরকার হয়। এখন এই সুযোগটি কাপে কাজে লাগাতে পারেন। মোটামুটি ধরনের লেখাও যদি লিখতে পারেন, তবে ধরে নিন আপনার ইনকাম শুরু।

ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন না?

এখানেও, কোন টেনশন করার কিছু নেই, আপনি চাইলে অনায়াসে প্রফেশনাল কোন ওয়েবসাইটে জয়েন করে নিতে পারেন। কারণ এখন ব্লগিং ওয়েবসাইটগুলোতে জয়নিং একদম ফ্রি। তাহলে আপনি কেন ভাই সুযোগটা হাতছাড়া করবেন। আপনি যে কোন একটা ব্ল্যাক ওয়েবসাইটে জয়েন করবেন। জয়নিং পদ্ধতি গুলো খুব সহজ। এবার আপনার লেখালেখির দুনিয়া শুরু হয়ে গেল।

কত টাকা পাবেন?

আসলে, শুরুতেই আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না। এত 2, 4 ,5 হাজার টাকা ইনকাম করতে আপনার এক মাস লেগে যাবে। তবে মজাটা ওইখানে। আপনি লিখবেন একবার আর উপার্জন হবে বারবার। জানা ভালো আর্টিকেল লিখতে পারে তারা মোটামুটি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা চোখ কপালে তুলে ফেলার মতো কোনো ঘটনা নয়। স্বাভাবিক একটি ঘটনা। ধরুন আপনি প্রতিটি পোস্টের জন্য যদি সামান্য পরিমাণ চা  খাবার পয়সা পান। তাহলে তো খারাপ কিছু না। তবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখান থেকে। আপনার লেখাগুলো থাকবে আনলিমিটেড ইনকাম গুলো থাকবে আনলিমিটেড। যত ইচ্ছা তত লেখা দেখতে পারবেন যত লিখবেন তত টাকা ইনকাম করবেন। সেটা নির্ভর করবে আপনার কাজের উপর। কারণ এই সেক্টরে এখনো অনেক সুযোগ রয়েছে। প্রতিদিন আনলিমিটেড ইনকাম করা যায়।

যেসব ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন।

  1. গ্রোথর ডটকম
  2. বাংলা hub.com
  3. লেখক ডট কম

উপরে উল্লেখিত, সেটগুলো আমার দেখা সবচেয়ে বেস্ট। এখান থেকে আপনি আপনার লেখালেখি নতুন ভবন শুরু করতে পারেন। এখানে আনলিমিটেড আর্টিকেল পাবলিশ করা যায়।আনলিমিটেড যত আর্টিকেল পাবলিশ করবেন আপনার ইনকাম তত আনলিমিটেড হয়ে যাবে। সুতরাং কেউ যদি আনলিমিটেড ইনকাম করতে চান। বিশেষ করে যারা ব্লগিং করে ইনকাম করতে চান, তারা এসব ওয়েবসাইটে জয়েন করে আনলিমিটেড ইনকাম শুরু করতে পারেন। কারণ অনলাইনে এখন টাকার ঝনঝনানি, প্রচুর টাকা উঠছে অনলাইনে,এখানে আপনি প্রতিদিন যত খুশি ততবার যত ইচ্ছা তত আর যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন। সম্ভব হলে গুগোল র্যাঙ্কিংয়ের সার্চ করে দেখুন। ওয়েবসাইট গুলো ভিজিট করুন। বিস্তারিত ধারণা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Related Posts

15 Comments

  1. নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ২৩০ টাকা বোনাস ৩০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
    https://blog.jit.com.bd/earning-site-3778

  2. অনলাইন ইনকাম ব্লগিং করে ইনকাম এসিও সম্পর্কে জানতে নিচে লিংকে গিয়ে সিখে আসতে পারেন করুন http://www.hilplife.xyz

  3. https://grathor.com/%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6-2/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.