VIRUS কী ? এর বৈশিষ্ট্যগুলাে কি কি ??

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

VIRUS কী ? এর বৈশিষ্ট্যগুলাে কি কি ??

VIRUS হলাে Vital Information and Resource Under Siege যার অর্থ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতিসাধন করা । কম্পিউটার ভাইরাস মূলত এক ধরনের প্রােগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ করে , সংখ্যাবৃদ্ধি করে , কম্পিউটারের বিভিন্ন কাজে বাধা প্রদান করে , তথ্যের ক্ষতি সাধন করে । – নিচে ভাইরাসের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলাে :
i . ভাইরাস হলাে এক ধরনের সফটওয়্যার বা কম্পিউটার প্রােগ্রাম ।
ii . ভাইরাস তথ্য এবং উপাত্তকে আক্রমণ করে যন্ত্রের ক্ষতিসাধন করে ।
iii . ভাইরাসের নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা আছে ।
iv . ভাইরাস আইসিটি যন্ত্রকে আক্রমণ করে ক্রমে ক্রমে বিস্তার লাভ করে ।
v. সংক্রমিত ভাইরাস কম্পিউটারের মেমােরিতে অবস্থান করে ।
vi . ভাইরাস নতুন কিংবা পুরােনাে যেকোনাে ফাইল এবং প্রােগ্রামকে গ্রাস করতে পারে ।
vii . ভাইরাস বহনযােগ্য পেনড্রাইভ , সিডি , ডিভিডি প্রভৃতির মাধ্যমে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে বাহিত হতে পারে , বিস্তার লাভ করতে পারে ।

ভাইরাস আমাদের কম্পিউটার কে একেবারেই অচল করে ফেলে

ভাইরাস আমাদের আইসিটি যন্ত্র কে পুরো নষ্ট করে ফেলে ভাইরাস আমাদের অনেক টাকা ক্ষতি করে

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা VIRUS কী ? এর বৈশিষ্ট্যগুলাে কি কি
বিষয় আপনারা সবাই বুঝতে পারছেন

মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি ইচ্ছা করেন তাহলে এই পোস্টটা সহজেই বুঝতে পারবেন এই পোস্টের ভিতরে আমি কি দেখেছি
একটু মনো যোগ দিয়ে পড়েন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.