Skitto সিম স্পেশাল অফার ২০২১।। ১১ টাকায় ২ জিবি।।।

।।। বিসমিল্লাহীর রহমানির রহীম।।।
আসসালামু -আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা সবাই কম বেশি বাংলাদেশের সকল কম্পানির সিমের সাথে পরিচিত। এক একজনের কাছে এক একটি সিম জনপ্রিয়। কারো কাছে বাংলালিংক, রবি কিংবা এয়ারটিল,গ্রামীন। আজ আমি আপনাদের কাছে যে সিমটি নিয়ে কথা বলবো তা হয়তো প্রায় সকল গ্রাহকের কাছেই জনপ্রিয় ।

skitto sim বর্তমানে সকল গ্রাহকের মাঝে এক নতুন উদ্যম নিয়ে এসেছে। সিমটিতে যেমনি কথা বলার সময় টাকা কম কাটে তেমনি কম দামে সব আকর্শনীয় অফারে ঘেরা। এই সিমের একটা বিশেষত্ব হলো এটি একমাত্র skitto App এর মাধ্যমে পরিচালনা করতে হয়। এখানে আপরা নিজের মতো করে Data mix করতে পারবেন।

যে বিষয় গুলো নিমে আছে তা নিচের দেওয়া হলো।
১.balance
2.Data mixer
3.chil deils
4.sitto furom
5.skitto points
6.skitto biscuit.

এখানে আপনারা স্কিটু পয়েন্ট দিয়ে ফ্রী এমবি নিতে পারবেন। আরো সাথে থাকছে স্কিটু বিস্কুট। যার সাহায্যে আপনি পুরষ্কার লাভ করতে পারবেন। এছাড়াও এতে আছে রেফার জেতার সুযোগ। যতখুশি রেফার লিংক শেয়ার করে জিতে নিন আকর্শনীয় অফার। তো এবার বলি সিম ক্রয়ের পর আপনাদের যা করতে হবে।

প্রথমে skitto Apoডাউনলোড করে নিন। তারপর ওপেন করে Acount তৈরি করে নিন। স্কিটুতে থাকছে বিশেষ একটি Bix, skitto furom যেখানে আপনার মনে যা আসে তাই নিয়ে কথা বলতে পারেন। বিশেষ করে অফার নিয়ে। সাপোছ আপনি বলতে পারেন আমি ১০ টাকায় ২ জিবি চাই তাও আবার ৭ দিনের জন্য।

তো তারা এই কমেন্ট বিবেচনা করে আপনাকে অফারটি দিয়ে দিবে। কি দারুন একটা আইডিয়া দিলাম তাই না। এই সিমের মেলা বসে জায়গায় জায়গায় চাইলে সেখান থেকে কিনতে পারেন। আর তা না হলে আপনারা অনলাইনে এই সিম কিনতে পারবেন। আমি এই সিম ব্যবহার করেছি তাই এর মজাও পাইছি। যারা ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন এর ব্যপারে।
তো বন্ধুরা,
আশা করি আমার এই পোষ্ট আপনাদের উপকারে আসবে।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.