Shareit দিয়ে যেকোনো অ্যাপ অনলাইন ব্যাকআপ করে অফলাইন ডাইনলোড করুন।

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে আপনি Shareit থেকে আপনার অনলাইন মেমোরিতে যে কোনে এ্যাপলিকেশন ব্যাকআপ করে রাখতে পারবেন ও চাইলে অনলাইন থেকে বিনা এমবিতে এ্যাপগুলো যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ আর এই প্রযুক্তওর যুগে মোবাইল ফোন এর ব্যাবহার রয়েছে ব্যাপক।আর এই মোবাইল ফোনের জন্য রয়েছে নানা কার্যকরী এ্যাপ তার মধ্যে Shareit অন্যতম আর এই Shareit এ্যাপটি কম বেশি সবাই ব্যাবহার করে।আর এই Shareit এ্যাপ এর কাজ হলো আপনি অন্যর মোবাইল থেকে একটি ফাইল বা এ্যাপ আপনার মোবাইলে অফলাইন এ নিয়ে আসবেন।আর আজকে আমি দেখানো Shareit থেকে কীভাবে এ্যাপগুলো আপনার ডিভাইসের অনলাইন মেমোরিতে রাখবেন আর যেকোনো সময় বিনা এমবিতে নামাতে পারবেন তো নিচে টিপসটা ফলো করুনঃ


১.প্রথমে আপনি সেয়ারইটের WebShare অপশনটিতে যাবেন।


২.তারপর Star নামে একটি অপশন পাবেন ঐটায় ক্লিক করে যেই এ্যাপগুলো অনলাইন মেমোরিতে রাখতে চান ঐ অ্যাপগুলো সিলেক্ট করুন।এবার Send অপশনে ক্লিক করুন।


৩.এবার দেখুন একটি Ip Addresse দেখবেন ঐটায় ক্লিক করুন।


৪.এবার দেখুন ফাইলগুলো দেখা যাচ্ছে।আপনার যে এ্যাপটি দরকার ঐ অ্যাপটির ডাউনলোড অপশনে ক্লিক করুন তারপর দেখুন ডাউনলোড নামে অপশন আসছে।আবার অনেকে যদি এই অপশনটা না পান তাহলে Ip Address টা যে কোনো বাউ্রজারে লিখে সার্চ করবেন তাহলে সব এ্যাপ পেয়ে যাবেন।

 


৫.যেটা দরকার ঐটা ক্লিক করে ডাউনলোড করে নিন।

আজকে এতটুকুই পরে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই নিরাপদে থাকবেন ও সময়কে কাজে লাগাবেন আশা করি।আর কোনো সমস্যা হলে কমেন্ট অপমশনে আপনার সমস্যাটি লিখে দিন আমি সময়মতো সাহায্য করবো। আর নতুন নতুন টিপস পেতে গ্রাথরের সাথে থাকুন।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.