Realme এর চমক! বিশ্বে পথম বারের মত এ প্রযুক্তি আনছে তারা!

Realme বাংলাদেশের বাজারে অনেকটাই আস্থা অর্জন করে ফেলেছে। এবার নিয়ে এলো আরো বড় চমক!

বিশ্বে এই প্রথম বারের মত তারা মোবাইল ফোনে ব্যবহার করতে যাচ্ছে MediaTek Helio G35 SoC.

তারা খুব শীঘ্রয় নিয়ে আসছে এই প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ফোন Realme C11. এটিই হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্মার্ট ফোন যা MediaTek Helio G35 SoC ব্যবহার করতে যাচ্ছে।

এটি প্রথমত Launch করা হবে মালয়েশিয়ায়, এবং পরবর্তী তে আসতে আসতে অন্য দেশেও পাওয়া যাবে এ নতুন চমকপ্রদ স্মার্ট ফোনটি।

মালয়েশিয়া থেকে রিয়েলমি ফেসবুক পেজের মাধ্যমে তারা এ তথ্য দিয়েছে। তবে তারা স্মার্ট ফোনটির নাম সেখানে ব্যবহার করেন নি।

এখনো সবিস্তারে কোনো তথ্য তারা না জানালেও ধারনা করা হচ্ছে এটি হতে পারে Realme C11, যা বিশ্বের স্মার্ট ফোন জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে।

তবে বাজারের Realme C3 স্মার্ট ফোনের আদলে এটি ডুয়েল বা ট্রিপল ক্যামেরা, এইচডি প্লাস ডিসপ্লে, ৩.৫ মি. মি. হেড ফোন জ্যাক, বড় একটি ব্যাটারি এবং রিয়েলমি UI ভিত্তিক এন্ড্রোয়েন জেনারেশন ১০ যুক্ত হতে পারে।

তবে কিছু দিনের মধ্যেই হয়ত তারা অফিসিয়াল ভাবে বিস্তারিত জানাবে, তখন বিষয় গুলো সম্পর্কে বিস্তরিত জানা যাবে। সে পর্যন্ত এর জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আর দেশের বাজারে পেতে হয়ত আরো দ্বীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে।

তবে বাজারের Realme C3 স্মার্ট ফোনের আদলে এটি ডুয়েল বা ট্রিপল ক্যামেরা, এইচডি প্লাস ডিসপ্লে, ৩.৫ মি. মি. হেড ফোন জ্যাক, বড় একটি ব্যাটারি এবং রিয়েলমি UI ভিত্তিক এন্ড্রোয়েন জেনারেশন ১০ যুক্ত হতে পারে।

তবে ব্র্যান্ডটি Vockte এবং মালয়েশিয়ার অন্যান্য প্রকাশনাগুলিকে ফোনের পিছনের টিজার ইমেজ দিয়ে নিজের নাম এবং ডিজাইন নিশ্চিত করেছে বলে মনে করা হচ্ছে।

তবে এটির উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করেনি।

Realme C11, এটি ইন্দোনেশিয়ার টিকেডিএন সার্টিফিকেশন পোর্টালে মডেল নম্বর RMX 2185 নিয়ে ওয়েবসাইটে প্রথম দেখা মিলেছিলো। শীঘ্রই, এটি ইউরোপের EEC, মালয়েশিয়ার SIRIM, এবং থাইল্যান্ডের NBTC এর মতো একাধিক পুরস্কার  অর্জন করেছে।

Related Posts

6 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.