Pixlr এপ! ফ্রি মোবাইল ফটো এডিটিং এপ সম্পর্কে কিছু তথ্য

আমরা সবাই মোবাইলে ছবি তুলি। কেউ হয়তো ভালো ছবি তুলতে পারি কেউ হয়তো মাঝারি আবার কেউ হয়তো খুব একটা ভালো ছবি তুলতে পারিনা। কিন্তু ছবি মোটামুটি সবাই তুলতে জানি। কিন্তু যেটা আমরা জানিনা সেটা হলো একটি ছবিকে কিভাবে আকর্ষণীয় করা যায়। ছবিকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে হলে যেটা আবশ্যক সেটা হলো এডিটিং। কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা অনেকেই হোচট খাই। অনেকেই জানিনা কি দিয়ে কিভাবে এডিটিং করলে ছবিটি হয়ে উঠবে আরো আকর্ষণীয়। তাই আজকে এমন একটি মোবাইল এপ নিয়ে জানাবো যেটা দিয়ে হতে পারে আপনার ব্যাসিক এডিটিং এর হাতেখড়ি।
এপটির নাম হলো Pixlr. এটি একটি সম্পূর্ন ফ্রি এনড্রয়েড এবং আইওএস এপ যেটা আপনারা গুগোল প্লে স্টোর কিংবা এপস্টোরে পেয়ে যাবেন। এই এপটি্র বর্তমান রেটিং প্লে স্টোরে ৪.৪/৫ রয়েছে। তাই বুঝতেই পারছেন যথেষ্ট জনপ্রিয় এপ এটি। এপটির ডাউনলোড স্পেস ও কম। মাত্র ২৭ মেগা বাইট। বহুদিন যাবত এপটি আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে।
এখন আসি এপটির বৈশিষ্ট্য নিয়ে। এপটিতে ইনবিল্ট রয়েছে মোটামুটি সব ধরনের ফিচার। আপনার প্রয়োজন মত আপনি এডিট করে নিতে পারবেন আপনার ছবিকে। এখানে যেসব সেগমেন্ট রয়েছে তা হলো-
ফটো কোলাজ- এখান থেকে আপনি অনেকগুলো ছবি একসাথে মিলিয়ে একটি ছবি তৈরী করতে পারবেন। যারা মিমস বা ট্রল তৈরী করেন তারা প্রায়ই এই ফিচারটি ব্যবহার করে থাকেন।
ফটো এডি্টিং টুলস- এখানে পাবেন ক্রপ, রোটেট, ডাবল এক্সপোজার, ব্লার স্প্ল্যাশ এর মতো টুলস। কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো অটোফিক্স ও অটো কনট্রাস্ট টলটি। এর মাধ্যমে এপটি ছবির ধরন ও ডিটেইলিং এর উপর জোর দিয়ে একাই ছবিতে প্রয়োজনীয় এডিট করে নিবে। তাছাড়া এডজাস্টমেন্টস এর জন্য তো টুল আছেই ম্যানুয়ালি এডিট করার জন্য।
ব্রাশ- এই সেগমেন্টে আপনারা ছবিতে ব্রাশ রিলেটেড টুলস দিয়ে এডিট করতে পারবেন। কিছু অংশ আলোকিত বা অন্ধকার করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
ফিল্টার- এটি হয়তো সর্বাধিক ব্যবহার করা হয়। আপনার ছবিতে পছন্দমত ও মানানসই ফিল্টার বাছাই করে আপনি তা প্রয়োগ করতে পারবেন। এখানে প্রচুর ফিল্টার রয়েছে ফ্রি ।আবার কিছু ফিল্টার ডাউনলোড করে নেয়া যায়।
ফ্রেম- এখান থেকে আপনি আপনার পছন্দমতো ফ্রেম বাছাই করতে পারবেন। এখানেও কিছু ডিফল্ট ফ্রেম এবং কিছু ডাউনলোড করার মতো ফ্রেম বা বর্ডার রয়েছে। ফ্রি তে ডাউনলোড করে নিতে পারবেন সমস্যা ছাড়াই।
টেক্সট এডিটিং- এটি ব্যবহার করবেন ছবিতে কোন কিছু লেখার ক্ষেত্রে। মিম বানাতে কিংবা আর্টিকেল ফিচার ফটোতে কিছু লিখতে এটি খুবই কাজে দেয়। এখানে বিভিন্ন রঙ এবং ফন্ট দিয়ে আপনারা ছবিতে লিখতে পারবেন।
পিক্সেল এডজাস্টমেন্ট- ছবি রিসাইজ করার জন্য সাধারনত ফটো এডিটর এপগুলো কোনো সুবিধা দেয় না। কিন্তু এই এপে আপনি আপনার সুবিধামত ছবি রিসাইজ করে সেভ করে নিতে পারবেন।
এই গেলো এপটি নিয়ে সব কথা। সাধারণ মোবাইল ফটো এডিট করার জন্য এপটি আপনারা ব্যবহার করতে পারেন।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.