PI NETWORK এ কেন এবং কিভাবে ইনকাম করবেন?

“”আসসালামু আলাইকুম””
আমরা সবাই চাই কাজ না করে ইনকাম করতে।আর PI NETWORK এর মাধ্যমে আপনি ২৪ ঘণ্টায় একবার মাইনিং করে দিলেই আপনার ইনকাম হবে। আর “PI NETWORK” এর কোম্পানি “”PI NETWORK“” এর প্রাইজ ভবিষ্যৎ এ বিটকয়েনের PRICE এর চেয়ে আরও বেশি করার চিন্তা ভাবনা করতেছে। বর্তমান এ বিটকয়েন PRICE প্রায় 50,000 হাজার ডলার। একবার ভাবেন🤔 যদি PI NETWORK এর প্রাইজ বিটকয়েন কে ছাড়িয়ে যায় তাহলে আপনার ইনকাম কত হবে🤔🤔।এখন অনেকে মনে করতে পারেন যে এটা ফেইক।

কিন্তুু অনেক বছর আগে যখন বিটকয়েন মাইনিং করে প্রত্যেকদিন ৫০ টা ১০০ টা পাওয়া যেত, তখন ও মানুষ বিটকয়েন কে ফেইক মনে করছিল।কিন্তুু আজকে দেখুন একটা বিটকয়েন এর প্রাইজ ৬০০০০ হাজার ডলার পর্যন্ত গিয়েছে। তাছাড়া কয়েকবছর আগে লাইটকয়েন মাইনিং করে প্রত্যেকদিন ১০০ থেকে ৩০০ টা পাওয়া যেত তখন এইগুলোর মূল্য কম ছিলো বলে মানুষ লাইটকয়েন কে ও ফেইক মনে করছিলো, কিন্তুু এখন একটা লাইটকয়েনের দাম ২১৯ ডলারের উপরে।

তাই আপনাদেরকে বলছি কোন কাজকে অবহেলা না করে কাজে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যান, তাহলেই একদিন সফল হবেন। একবার ভাবেন মানুষ যদি অবহেলা না করে বিটকয়েন গুলোকে মাইনিং করে রাখতো তাহলে ইনকাম কতো হতো।

তাছাড়া cryptocurrency থেকে যে টাকা ইনকাম করা যায় তা ফ্রিলান্সিং করেও করা যায় না।আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখন pi network মাইনিং করে রাখুন। বলা তো যায় না  pi network  এর প্রাইজ যদি বিটকয়েনের প্রাইজ ছাড়িয়ে যায় তাহলে আপনার জীবন এ আর কোন কিছুই করতে হবে না।

তাই pi network মাইনিং করে রাখুন। আপনার কাজ শুধু ২৪ ঘণ্টা পর এপসের ভিতরে এসে মাইনিং স্টার্ট করা।আপনি প্রতিদিন ১ টা করে PI token মাইনিং করতে পারবেন। “”আর আপনি যদি আমার রেফার কোড ব্যবহার করেন তাহলে প্রত্যেকদিন ৩ টা pi token মাইনিং করতে পারবেন“”। আপনি play store pi network লিখে সার্চ দিলে এপস টি পেয়ে যাবেন। একাউন্ট খোলার নিয়ম হলো প্রথমত এপস ওপেন করে রেফার কোড(pinet420) এবং আপনার নাম্বার দিবেন, আপনার নাম্বারে একটি OTP কোড যাবে ।তারপর পাসওয়ার্ড দিন।

এপস লিংক: https://minepi.com/pinet420

রেফার কোড: pinet420

Related Posts

7 Comments

  1. ভাই, আমি আপনার লিংক থেকে একাউন্ট করছি। আপনি মনে হয় kyc করেন নাই, তাই আমার অনেক টোকেন ভেরিফাই হচ্ছে না। প্লিজ আমার সাথে যোগাযোগ করুন
    email : yasmin93ppur@gmail.com
    telegram : @shahrin1234
    Please please please.

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.