PHP বেসিক টিউটোরিয়াল :পার্ট ১ ।

আসসালামু য়ালাইকুম ।কেমন আছেন আপনারা সবাই। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি programming language শুধু করতে যাচ্ছি যায় নাম PHP.

আমরা যারা বিভিন্ন আর্নিং এপ্লিকেশন বা ওয়েব সাইট খুঁজতে আছি বা কাজ করতে আছি তাদের জন্য বলছি এসব এপ্লিকেশন বা ওয়েব সাইট দিয়ে ফিউচার গড়া যায় না ।কারন এগুলো দ্বারা আপনি সর্বোচ্চ 3-4 হাজার টাকা এর বেশি আয় করতে পারবেন না। তাই ফিউচার গড়তে হলে আপনার পার্মানেন্ট কিছু শিখতে হবে। আপনি এম এস ওয়ার্ড ,বা ডাটা এন্ট্রি , গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ড প্রেস,শিখে Upwork, freelance এসব বড় বড় মার্কেট প্লেস থেকে 400-500 ডলার নিশ্চিন্তে আয় করতে পারবেন।

চল শুরু করা যাক।।।।।।।
PHP এটি একটি programming language
যায় মাধ্যমে আমরা ওয়েব সাইট এর ভেতরে ভেতরে পারি ।
PHP দ্বারা কী ওয়েব সাইট তৈরি করা যায়।
1.CMS( content management system)

2. E_ commerce website,

3. mail server,

4. chatting system,

4. file storage system,

5. ERP (Enterprise resources planning )

6. CRM ( customer Relationship management )

আসুন এবার জেনে নেওয়া যাক কিছু PHP তৈরি পপুলার ওয়েব সাইট।

1.facebook,

2.yahoo,

3. Wikipedia,

4. WordPress,

5. mile chimp,

6. Flickr

7. Flipkart

PHP এর পরিপূর্ণ রূপ হল , হাইপার টেক্সট মার্কাপ লেংগুযেজ ।

PHP জন্য একটি সার্ভার এর
প্রয়োজন হয় ।
তা হোক লোকাল বা পার্সোনাল

বিভিন্ন প্রকার লোকাল সার্ভার আসে যেমন XAMPP ,wamp ,mamp, ampps

XAMPP ইনিস্টল করে করে নিবেন । ফাইল এর ভেতরে ঢুকে দেখবেন কন্ট্রোল প্যানেল আছে।
তাহার পর এপাসি এবং মাই স্কিল টা স্টার্ট করে নিবেন । তাহার পর htdose e গিয়ে আপনার নির্দিষ্ট ফাইল তৈরি করে নিন। এবার আপনার ফাইল টি কোন একটি নুটপেটে ওপেন করুন।
এবার একটি ব্রাউজার এ গিয়ে localhost/আপনার ফাইল নাম লিখে সার্চ দিলে আপনার ফাইল টি পেয়ে যাবেন।
কীভাবে লেখক হয়।
প্রথমে লেনদেন

কোন কিছু ডিসপ্লে করাতে চাইলে = echo/print_r
যেমন ধরুন আপনি how are you ডিসপ্লে করাতে চাচ্ছেন তাহলে আপনাকে এই ভাবে লেখক হবে।
echo “how are you”;
কমেন্ট যায় মানে আপনি কোন বিষয় কোডিং করতে আছেন সেটা বুঝার ক্ষেত্রে কোডিং এর মধ্যে কোনো এফেক্ট করে না ।
কমেন্ট দুই প্রকার : single, multiple
single comments : // this is a comment
অথবা:# this is a comment
multiple comment:/#this is
a comment#/
ওকে ভিউয়ার ধন্যবাদ।

Related Posts

8 Comments

  1. PHP এর পরিপূর্ণ রূপ, হাইপার টেক্সট মার্কাপ লেংগুযেজ না ভাইয়া, এটার পূর্ণরূপ হল হাইপার টেক্সট প্রিপ্রসেসর।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.