Cheap price backlink from grathor: info@grathor.com

Paidru থেকে আয় করুন মাসে ২ থেকে ৫ ডলার পেমেন্ট বিকাশ, রিচার্জ ও পেয়ারে এ নিন

হেলো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন পোস্ট এই পোস্টে আমি একটি  আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যার নাম Paidru। এটি একটি বাংলাদেশি আয় করার ওয়েবসাইট আমরা সচরআচর বাংলাদেশি ওয়েবসাইট গুলোকে বিশ্বাস করি না কিন্তু আমার মতে এই পেডরো ওয়েবসাইটে একবার কাজ করে দেখতে পারেন সময় লস হবে না বরং ভালো পরিমাণ আয় হবে।

Marketing

Paidru ওয়েবসাইটে মূলত সর্ট লিংক পূরণ করা ও টড দেখা।আপনি সর্ট লিংক পূরণ করতে পারবেন ২০টি যার মূল্য বাংলাদেশি টাকায় ৫টাকা আর এড দেখতে পারবেন ৮টি যার মূল্য ২টাকার মতো।আপনি প্রতিদিন এভাবে ২০টি সর্টলিংক ও এড দেখে ৭ টাকার মতো ইনকাম করতে পারবেন।

এই সাইটটিতে মোট ইউজার সংখ্যা ১হাজার ও মোট সর্ট লিংক ভিউ এর সংখ্যা ১০হাজার আর  Paidru ওয়েবসাইট থেকে এড ভিউ পড়েছে ১২হাজারেরও বেশি।তারা ইতি মধ্যে পেমেন্ট দেওয়া শুরু করেছে ২জন পেমেন্ট ও পেয়েছে আপনি চাইলে পেমেন্ট প্রুফ অপশনে গিয়ে দেখতে পারেন।

Paidru link: ওয়েবসাইট লিংক পেতে এইখানে ক্লিক করুন

আপনি প্রথমে গুগল থেকে Paidru ওয়েবসাইটে প্রবেশ করবেন।তারপর মেনু অপশন দেখবেন সেখান থেকে রেজিষ্ট্রেশন করে নিবেন।আপনার প্রয়োজন হবে ইমেল,মোবাইল নাম্বার আর আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলবেন।

এবার আপনি লগিন করবেন।এবার দেখবেন আপনি এখানে রেফার করে আয় করতে পারবেন ০.৩$ ডলার।আর আপনি যদি চান পেডরো থেকে আপনার যেকোনো ফেসবুক পেজ,টুইটার পেজ,ইনস্ট্রগ্রাম পেজ ও আপনার যেকোনো ওয়েবসাইট এর এড দিতে পারবেন।প্রতি ১০০০ ভিউ এড এর দাম পড়বে ১ডলার বা বাংলাদেশি টাকায় ৮০ টাকা যা আপনি তাদের বিকাশ নাম্বারে পে করে  এড প্যাক কিনে নিতে পারবেন।

এছাড়া এই Paidru ওয়েবসাইটে ২০ টাকা হলে আপনি রির্চাজ নিতে পারবেন।আর যদি ৪০ টাকা হয় তাহলে বিকাশ  এর মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন।বিকাশ দিয়েছে বাংলাদেশের জন্য আর যদি ইন্ট্যারন্যাশনাল মানুষ থাকে তাদের জন্য রয়েছে পেয়ার।

পেয়ার এ তো ০.৫০$ এর নিচে সেন্ড করা যায় না তাই পেয়ার এ টাকা নিতে হলে আপনার ০.৫০$ থাকতে হবে।আশা করি আপনি পেডরো থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন গ্রাথরোরের সাথেই থাকুন আর নতুন নতুন আর্নিং পোস্ট দেখুন।

Related Posts