ojoo থেকে প্রতিমাসে ১০,০০০ টাকার বেশি আয় করতে পারবেন মোবাইল দিয়ে।

সুপ্রিয় পাঠকবন্ধুগন,

আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। অনলাইন জগতে যারা একেবারেই নতুন করে শুরু করতে যাচ্ছেন কিংবা আগে থেকেই কাজ করেন তাদের জন্য আমার এই পোস্টটি খুবই গুরুত্ব বহন করবে।

আজ আপনাদের যে সাইটের কথা বলবো সেটির নাম Ojoo

Ojoo সাইটি একটি পিটিসি সাইট। এটি বর্তমান সময়ের সেরা পিটিসি সাইটগুলোর মধ্যে একটি। পিটিসি শব্দের বাংলা অর্থ হলো পেইড টু ক্লিক। অর্থাৎ প্রতি ক্লিকের জন্য আপনাকে একটা নির্দিষ্ট পরিমান ডলার (সেন্ট আকারে) পেইড করা হবে।

এটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের ১৯ মার্চ। এর মালিক বা এডমিনের নাম হলো Michael Thees

এটি বেশি টাকা আয় করার সত্যিকারের পিটিসি সাইট। বর্তমান সময়ে সদস্য সংখা প্রায় দুই কোটিরও বেশি ২০১৭ সালের হিসাব অনুযায়ী।

যদি আপনি এখানে ১০ -১২ মাস মনদিয়ে কাজ করেন তাহলে আপনার ইনকাম দাড়াবে মাসে ১০ হাজার টাকার বেশি। এছাড়াও এখানে আপনি রেফার বাড়িয়ে নিয়েও আপনার আয়কে বাড়াতে পারবেন।

পেপাল, পেইজা দিয়ে আপনি আপনার টাকা তুলতে পারবেন। তারপর পেপাল বা পেইজা থেকে আপনি টাকা আপনার বিকাশ কিংবা রকেটে নিয়ে নিতে পারবেন।

এখানে এ্যাকাউন্ট খোলার জন্য আপনি ক্রোম ব্রাইজারটি ওপেন করুন এবং www.ojoo.com লিখে সার্চ করুন। পেজটি লোড নেয়া হয়ে গেলে সাইনআপ অপসনে ক্লিক করুন এবং তারপর সাইনআপ ফর্মটি পূরন করে ইমেইল ভেরিফাই করলেই আপনার এ্যাকাউন্টটি খোলার কাজ শেষ। এরপর আপনি লগিন করে কাজ করতে পারবেন।

আপনি যদি মোবাইল দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ক্রোম ব্রাইজারটি ডেস্কটপ মোড করে নিবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এছাড়াও আপনি লেপটপ বা কম্পিউটার দিয়েও কাজ করতে পারবেন।

এখানে তারাই সফল হতে পারবেনা যারা কাজ শুরু করে মাঝপথে কাজ ছেড়ে দেয়। মনদিয়ে নিজে কাজ করুন আর বেশি বেশি করে রেফার করতে থাকুন, তাহলে দেখবেন একসময় আপনার আয় কতটা বৃদ্ধি পাবে।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.