Cheap price backlink from grathor: info@grathor.com

No Mercy (2010) – কোরিয়ান মিস্ট্রি-ক্রাইম থ্রিলার

No Mercy (2010) কোরিয়ান মুভি
Imdb Rating- 7.4/10
Personal Rating- 4.5/5

Marketing

No Mercy একটি কোরিয়ান থ্রিলার মুভি। কিছুটা ১৮+ ও আঁৎকে উঠার মতন ভরপুর উত্তেজনায় ঠাঁসা এক মিস্ট্রি ক্রাইম থ্রিলার।

Storyline:

একজন ফরেন্সিক নামজাদা ডাক্তারকে নিয়ে ঘটনার শুরু। প্রায় দু’হাজেরও অধিক ফরেন্সিক রিপোর্ট তৈরীকারী দেশের স্বনামখ্যাত ডাক্তারকে হঠাৎ একদিন তলব করা হয় নদীর পাশে, একটি মেয়ের লাশের ফরেনসিক রিপোর্ট তৈরী করার জন্য। নাইট ক্লাবের মামুলি মেয়ের লাশটা হঠাৎ করে হয়ে পড়ে দেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সংবাদ। আশ্চর্য ব্যাপার ছিলো, মেয়েটির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো সব আলাদা করে কাটা ছিলো। তবে একটা হাত কোথাও পাওয়া যাচ্ছিলো না। এদিকে, ডাক্তারের মেয়েকেও কিডন্যাপ করে খুনী বিনিময়ে খুনীকে জেল থেকে বের করার চুক্তি করে। ডাক্তার তখন খুনীর প্রমাণ গুম করায় মত্ত থাকে। ফরেন্সিক ডাক্তার থেকে ডিটেক্টিভ সবাইকে পুরোদস্তুর পাগল বানিয়ে ছাড়ে সাইকো খুনী। অথচ, এই খুনীর সাথে ডাক্তারের সম্পর্ক বহু পুরোনো। যা লুকিয়ে আছে ডাক্তারের অতীত জীবনের কিছু কালো অধ্যায়ে। কাহিনীটুকু জানতে আর আপনার কৌতুহল মেটাতে তাই দেখে ফেলুন টান টান উত্তেজনায় ভরা মিস্ট্রি ক্রাইম থ্রিলার সিনেমাটি। আশা করি সময় কিংবা বিরক্তি কোনটিই আসবে না।

No Mercy (2010) মুভিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর, মুভিটির ডাওনলোড কিংবা সাব-টাইটেল লিংকের প্রয়োজন হলে সেটিও জানাতে পারেন। ধন্যবাদ

Related Posts

8 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply