Neobux থেকে প্রতিমাসে ৫০০০ টাকার বেশি আয় করতে পারবেন।

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনকাম সাইট নিয়ে আজকের আলোচনা। আপনারা যারা অনলাইনে একেবারে নতুন কিংবা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য একটি সহজ ইনকাম সাইট হচ্ছে নিউবাক্স। একটু ধৈর্য, পরিশ্রম আর আর একটু কষ্ট করে ৬-৮ মাসের মধ্যে মাসে একটা ভাল টাকা ইনকাম করতে পারবেন। আমিও এই সাইটে নিয়মিত কাজ করি। এই সাইটে লক্ষ লক্ষ লোক কাজ করে পেমেন্ট নিচ্ছে।

 

নিউবাক্স সাইটটি একটি পিটিসি সাইট। নিউবাক্সকে বিশ্বের সেরা পিটিসি সাইট হিসেবে মানা হয়।

 

নিউবাক্স সম্পর্কে একটু জেনে নিউ:

* নিউবাক্স স্হাপন করা হয় ২০০৭ সালের

২৫ মার্চ।

* কার্যক্রম শুরু হয় ৩০শে এপ্রিল ২০০৮ সালে।

* নিউবাক্সের মালিক বা এডমিন ফারনান্দ।

* ২০১৭ সালের ২২ শে সেপ্টেম্বর মাসে সদস্য

প্রায় সাড়ে তিন কোটি।

* প্রতিদিন নতুন সদস্যের সংখ্যা প্রায় ১৬০০০।

* প্রতিদিন সদস্যদের টাকা প্রদান করে প্রায়

তিন কোটি।

এখানে রেজিস্ট্রেশন + কাজ করতে হলে কি কি দরকার

(১) একটি সিকিউর ইমেইল আইডি।

(২) একটি ডেস্কটপ,ল্যাপটপ কিংবা স্মার্টফোন।

(৩) একটি একক ইন্টারনেট সংযোগ।

(৪) প্রতিদিন ১ ঘন্টা করে সময় দিতে হবে।

(৫) ধৈর্য ধরে কাজ করার মনমানসিকতা।

(৬) একটি ভেরিফাই পেইজা এ্যাকাউন্ট।

এখানে কাজ করতে কি লাগবে এবং কারা ব্যর্থ হয়:

এখানে কাজ করতে কোন প্রকার জামানতের প্রয়োজন নাই। এটি সম্পূর্ণ ফ্রী। এখানে শুধুমাত্র তারাই ব্যর্থ হয় যারা কিছুদিন কাজ করার পর কাজ ছেড়ে দেয়।

কি কি কাজ পাবেন এখানেঃ

এটি একটি পিটিসি সাইট অর্থাৎ পেইড টু ক্লিক।

এখানে প্রতিদিন কিছু কিছু এ্যাড দেখতে হবে যার বিনিময়ে আপনাকে কিছু অর্থ প্রদান করা হবে।

এখানে এ্যাড দেখার পাশাপাশি সার্ভে পূরণের কাজ পাবেন। সার্ভে মানে জরিপ। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সার্ভে আপনাকে পূরণ করে বেশ ভাল পরিমাণ আয় করতে পারবেন।

অতিরিক্ত আয় বাড়ানোর উপায়ঃ

আপনি আপনার রেফারেল লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের জয়েন করাতে পারেন। জয়েন করার পর তাদের কাজটা বুঝিয়ে দিবেন আর আপনার আয় বাড়িয়ে নিতে পারবেন।

 

বিঃদ্রঃ ৬-৮ মাস ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর রেফারেল বাড়াতে পারলে আপনার আর কোনো দু:চিন্তা করতে হবে না।

 

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.