Motivational কিছু কথা যা আপনার জীবনকে সহজ করে তুলবে

জীবনে একটি কথা সবসময় মনে রাখবেন, “তার পিছনে আপনি কখনো যাবেন না যার কাছে আপনার মুল্য নেয়”।💲
জীবনে খারাপ সময় আসাটাও খুব দরকার।কারন তখনি বোঝা যায় কে হাত ধরে রাখবে আর কে হাত ছেড়ে দেবে।
জীবনে বেঁচে থাকার কিছু নিয়ম রাখুন যে আপনাকে বুঝবেনা তাকে ইগনোর করুন।কিছু সম্পর্ক ভাড়ার ঘরের মত হয়, যাকে আপনি যতই সুন্দর করে সাজান না কেন সে ঘর আপনার হবেনা।😑
যে আপনাকে ছেড়ে যেতে চায় তারতো কেবলমাত্র একটি অজুহাতের প্রয়োজন।তা নাহলে যে সাথে থাকবে সে তো মৃত্যু পর্জন্ত সাথে থাকবে।💖
লোক কখনো পরিবর্তন হয়না শুধু এটা হয় যে আপনার প্রতি তার ইন্টারেস্ট কমে যায় অথবা আপনার থেকে ইন্টারেসটিং কাওকে পেয়ে যায়।😶
এটা গুরুত্বপূর্ণ নয় যে প্রতিটি কষ্টে থাকা মানুষ কান্না করবে কিছু লোকতো তার হাঁসির পেছনেও হাজারো কষ্ট লুকিয়ে রাখে।
সাথিতো জীবনে এমন হওয়া দরকার যে কষ্টের ভাগ চায়বে।তানাহলে খুশির ভাগতো এখানে সবাই নিতে চায়বে।

লোক যদি আপনার সাথে না থাকে তাহলে আপসোস করবেন না।কারন স্বপ্ন আপনার তাই চেষ্টা আপনাকেই করতে হবে পৃথিবীতে সবথেকে সুন্দর মানুষতো সেই হয়, যে নিজে কষ্ট পেয়েও অন্যদের হাঁসা শেখায়।

  • ভালোবাসাতো যেকোনো মানুষের খারাপ সময় তখনি শুরু হয় যখন সে কাওকে এটা বলে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারব না।
    কাঁচের মত হয়ে গেছে আজ কালকার বিশ্বাস যতই সামলে রাখুন না কেন শেষ পর্জন্ত ভেঙেই যাবে।
    কাওকে চিন্তিত দেখে যদি আপনার কষ্ট হয় তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনাকে মানুষ তৈরি করে কোনো ভুল করেনি।

যদি জীবনে খুশিতে বাঁচতে চান তাহলে অন্যের কষ্টের কথা শুনা শুরু করুন।তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভাল আছেন।
সত্য মানুষকে সবসময় মিথ্যা মানুষের চেয়ে বেশি পরিক্ষা দিতে হয়।নিজেকে এতোটা যোগ্য তৈরি করুন যে আপনাকে হারানোর জন্য চেষ্টা নয় বরং ষড়যন্ত্র করতে হয়।
সারা পৃথিবীর লোক আপনাকে প্রয়োজনের জন্য চায়, একমাত্র খোদায় আছে যে আপনাকে আপনার ভালোর জন্য ডাকে।একবার সত্যি ভাবুন মরতে হবেই।😢

সেটা বাড়ির ছেলেই হয় যার অপরাধ মাফ করে দেয়া হয় কিন্তু মেয়েদের সব লড়াইটা তাদের নিজেকেই লড়তে হয়।
লোক বলে টাকা রাখ খারাপ সময়ে কাজে আসবে আর আমি বলি আল্লাহর উপরে বিশ্বাস রাখ খারাপ সময়ই আসবে না।
হাঁসির পেছনে থাকা কষ্ট, রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারন সবাই বোঝেনা।

যে খোদা রাতে ডালে বসা পাখিকেও পড়তে দেয় না, সেই খোদা মানুষকে সাহায্য না করে কি করে ছাড়তে পারে।তায় সবসময় আল্লাহর কাছে সাহায্য চান।💟💟

সম্পর্ক মজবুত রাখার দুটি উপায়ঃ
১। যখন আপনি ভুল করবেন তখন নিজের ভুল স্বিকার করুন।
২।যখন আপনি সঠিক হবেন তো কেবল চুপ থাকুন।

নিজের বন্ধুর শত্রুর সাথে কখনো বন্ধুত্ব করবেন না কারন আপনি এটা করলে আপনার বন্ধুর শত্রু হয়ে যাবেন।
আমি ছোট বলে বড়রা প্লিজ পোষ্টটি দেখে আমার উপর মন খারাপ করবেন না, কারন যা বলেছি কথাগুলো ছোট বলিনি।

তো আশাকরি ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ🚩🚩

Related Posts

15 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.