Mi A3 এর রিভিউ

কম দামে বাজার কাঁপানো মোবাইল হলো Mi A3

Mi A3 মোবাইল ফোনটি দেখতে যতটা সুন্দর। তার কাজ ও ততটা সুন্দর এত কম দাম এই ধরনের মোবাইল পওয়া অনেক অনন্দ এর কথা। চলেন দেখে নেই কি কি চমক আছে এই মোবাইল ফোনটি তে।
Mi A3 মোবাইল ফোনটিতে রয়েছে 4100 mAh ব্যাটারি যার জন্য এই ফোনটিতে অনেক সময় চলে। এর বড় মজার ব্যাপার হলো এই ফোনে যে চারর্জার আছে তার মধ্যেমে ১.৫০ ঘন্টার মধ্যে ১০০% চার্জ করা যায়। এই মোবইল ফোন টিতে রয়েছে 6GB RAM আরো রয়েছে 128 GB ROM যেটা ভাবা যায় না।এত কম দাম এর মোবাইল ফোন এত ভালো ফিক্সার। এই মোবাইল ফোন এ রয়েছে ৩ টি ক্যামেরা যাথা 20mp 16mp 12mp যার মধ্যেমে অনেক ভালো ধরনের ছবি তোলা যাবে। ছবি তোমার ইস্প্রয়েন্সটা হবে অন্য রকম। সব চেয়ে বড় কথা হলো এতে 6.2 inch ডিচপ্লে দেওয়া হয়েছে।এটা অনেক বড় ডিচপ্লে। এই মোবাইল ফোন এর মাধ্যমে অনেক বড় বড় অনলাইন গেম খেলা যাবে।কম দামে এত সুন্দর মোবালই আসলে ভাবা যায় না। এই ফোনের ব্যাক প্যর্ট এ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্চর।

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.