Messenger এ্যাপ যাদের মোবাইলে সাপোর্ট করে না তারাও Messenger চালান মাএ একটি সহজ উপায়ে।

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে আপনি খুব সহজে যাদের মোবাইলে মেসেঞ্জার সাপোর্ট করেনা তারাও মেসেঞ্জার চালান মেসেঞ্জার এ্যাপ নামানো ছাড়াই।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।


মেসেঞ্জারে কী ও কবে প্রতিষ্ঠিত হয়?
উওরঃ ফেসবুক মেসেঞ্জার যা মূলত সারা বিশ্বে মেসেঞ্জার নামে পরিচিত।এই ফেসবুক মেসেঞ্জার মূলত ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।শুরুতে এর নাম ফেসবুক চ্যাট থাকলেও পরে তা সংস্কার করে মেসেন্জার রাখা হয়।২০১১ সালের দিকে এই মেসেঞ্জার আইওএস ও এন্ড্রয়েড এর জন্য উন্মুক্ত করা হয়।মেসেন্জার এ্যাপ এর উন্নয়নকারী হলো ফেসবুক।আর মেসেন্জার এ্যাপ এর প্রাথমিক সংস্করণ করা হয় ৯ আগস্ট ২০১১ সালে যা ৯ বছর আগে করা হয়েছিল।

 


১.শুরুতে চলে যান গুগল ক্রোম বা যেকোনো বাউজ্রারে তারপর গুগল সার্চ ইঞ্জিন এ গিয়ে লিখুন Messenger লেখার পর দেখবেন উপরের দেওয়া স্কিনশর্ট এর মতো Messenger Website চলে এসেছে।এবার Messenger Website টিতে প্রবেশ করুন।


২.এবার গুগল ক্রোম এর ৩ডট আইকনে ক্লিল করে Mobile Version থেকে ওয়েবসাইটটিকে Desktop Site করে ফেলুন।


৩.এবার আপনার ফেসবুক বা মেসেঞ্জার আইডিটি লগিন করুন ঠিক উপরের স্কিনশর্ট এ দেখানো Continue As অপশনটির মতো।


৪.আর কি এবার আমার আইডিটিতে প্রবেশ হলো দেখুন ঠিক উপরের মতো করে সবগুলো নিয়ম মেনে আপনারাও মেসেন্জার এ্যাপ নামানো ছাড়াই মেসেঞ্জার চালাতে পারবেন।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.