Grathor সাইট সম্পর্কে আপনার মতামত কি?

আমার পোস্টের বিষয় হলো Grathor সাইট সম্পর্কে আপনার মতামত কি? আমি আনন্দিত আপনাদের সুন্দর এই উদ্যোগের জন্য। সাইটের এডমিন ও সহযোগীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

আমার মতামত ব্যখ্যা করছি:

প্রথমত এই সাইটটি আমাদের উপহার দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন।

কিছু বলার আগে নিজের সম্পর্কে কিছুটা পরিচয়: আমি একটু আদটু এস. ই. ও. সম্পর্কে জানি। এই বর্তমান ২০১৮ সালের আগস্ট এর ১ তারিখ থেকে গুগলের আ্যলগরিদম আপডেট হয়েছে। এতে করে অনেক বড় বড় এস. ই. ও. স্পেশালিষ্টদের হুমকির মুখে পড়তে হচ্ছে/হয়েছে ও। তাই সাবধান হউন, জানি না এই মতামতটুকুর কোন মূল্য থাকবে কিনা।

 

এই সাইটের কিছু সমস্যার কথা তুলে ধরছি:

১. আপনাদের সাইটে পোস্ট করার সময় একটার বেশি ট্যাগ ব্যাবহার করা যায় না।

২. পোস্টে এস. ই. ও. এর জন্য কোন প্রকার মেটা সারাংশ ব্যবহার করা যায় না।

৩. নিজের ইচ্ছামত ক্যাটাগরি ব্যবহার করা যায় না।

এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো আমার ও আপনার পোস্ট রিস করতে সমস্যা করে। কেননা এগুলো এস. ই. ও. এর অংশ।

আরো অনেক কিছু আছে সাইটটি ইমপ্রুফ করার জন্য, আমার হাতে এত লেখার সময় নেই, কেননা ভালো লেখার জন্য আমাকে কেউ ভালো মূল্য দিবে না। হয়তো বা পোস্টটি ডিলিট করেও দিতে পারে।

 

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Related Posts

11 Comments

  1. ধন্যবাদ আপনাকে আমাদের সমস্যা তুলে ধরার জন্য। আশা করছি এই সমস্যাটা আগামী 24 ঘন্টার ভিতরে সমাধান করার চেষ্টা করব।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.