আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা রইলো। আপনারা সবাই ভালো আসেন তো? আসা করি ভালো আসেন।
আজকে আলোচনা করবো যে ২৫ টাকায় ১ জিবি ইন্টারনেট কীভাবে নিবেন শুধু মাত্র গ্রামীণফোন সিমে। তো চলুন শুরু করা যাক।
২৫ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাকেজটি নিতে আপনাকে আপনার গ্রামীণফোন সিমে অবশ্যই ২৫ টাকা থাকতে হবে। এবং এই ওফারটি নিতে আপনাকে কোড ডায়াল করতে হবে এছাড়াও আপনি মাই জিপির মাধ্যমে এই ওফারটি এক্টিভ করতে পারবেন খুব সহজেই।
মূলতো আপনি এই ওফারটি আগে চেক করে নিলে ভালো হয়, কারণ এই ওফারের এসএমএস টি আমি পেয়েছিলাম আর একজনের ওফার আরেক জন নিতে পারেন না ৭০% গ্রাহকরা তাই আগে চেক করতে আপনি আপনার মাই জিপি অ্যাপ অথবা গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করে সিওর হতে পারবেন যে আপনার জন্য এই ওফারটি আছে কিনা।
ওফারটি নিতে ডায়াল করুন *121*5299# অথবা মাই জিপির মাধ্যমে এক্টিভ করতে পারবেন, যার মেয়াদ থাকবে ৭ দিন।
ওফারটি শুধু গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। সর্বোচ্চ এই ওফারটি নিতে পারবেন ১ বার। ওফারটি চলবে ২৬ জানুয়ারি ২০২০ সাল পর্যন্ত।
তাই দেরি না করে এখুনি কিনে ফেলুন। আর এই ওফারটি বার,বার পাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


wow
many many thanks
Good Offer
good
Nice
Nc
nc
Onek dhonnobad post tir jonno
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
Oo
oh
ok