Google Chrome এপ্স থেকে লক্ষ টাকার পুরষ্কার জিতুন…

“”” আসসালামু আলাইকুম “””

নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকার ই কথা। কারণ Grathor.com এ আমার মতো আরো অনেকেই অনেক ভালো ভালো কিছু টিপস শেয়ার করে। যে কারণে আপনারাও নতুন নতুন জিনিস শিখতে ও জানতে পারেন।

তার সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় গ্রাথোর এডমিন কে। যার কারণেই আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস জানার , শেখার এবং অন্যকে জানানোর সুযোগ পেয়েছি।

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো যার মাধ্যমে আপনারা ঘরে বসে বসে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরষ্কার।
তাও মাত্র তিন টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে।

এটি অনেকেই জানে আবার অনেকে জানে না। তাই যারা জানেন না, তাদের জন্যই আামার এই পোস্ট।

আমাদের সকলের মোবাইল ফোনেই Google Chrome এপ্স টি রয়েছে। Google Chrome এপ্স প্রতিদিন সপ্তাহে একটি কুইজ খেলার আয়োজন করে থাকে। কুইজে তিনটি মাত্র প্রশ্ন এবং দুইটি স্পিন করার সুযোগ রয়েছে। স্পিন করেই আপনারা জিতে নিতে পারবেন আকর্ষনীয় পুরষ্কার।

পুরষ্কারে অনেক দামি দামি পন্য থাকে। যেমন –
১. I Phone 10
২. I Phone 11 , iPhone 11 pro, iPhone X
৩. Laptop
৪. Tablet
৫. Smart phone

এগুলো ছাড়াও অনেক অনেক পন্য পুরষ্কার হিসেবে পাওয়া যায়। আর এটি যেহেতু International একটি এপ। তাই এটি কোনো ফেইক না।

তাছাড়া আপনারা কমেন্ট এবং রিভিও গুলো পড়লে বুঝতে পারবেন যে এটি সত্যিই পুরষ্কার দেয়। কমেন্ট এবং রিভিও গুলোতে দেখবেন যারা যারা পুরষ্কার হাতে পেয়েছে তারা সকলেই কমেন্ট করেছেন এবং রিভিও দিয়েছেন।
সবাই নিজেদের পুরষ্কারের ছবি তুলেও আপলোড দিয়েছে।

তাছাড়া শুধু বিদেশি মানুষ ই নয় আপনারা সেখানে অনেক বাংলাদেশি মানুষ দেরও রিভিও দেখতে পারবেন তারাও পুরষ্কার হাতে পেয়ে ছবি তুলে পোস্ট করেছেন। আপনিও হতে পারেন তাদেরই মধ্যে ভাগ্যবান/ভাগ্যবতী কেউ একজন।

তো এবার আমি বলবো কিভাবে আপনারা কুইজ খেলতে পারবেন এবং পুরষ্কার জিতে নিতে পারবেন।

এর জন্য আপনাদের প্রয়োজন chrome এপ্স। যেটি প্রায় সবার মোবাইল ফোনের সাথেই ইনস্টল করা থাকে।
তারপর আপনারা Chrome এপ্স ওপেন করে আপনার ইচ্ছামতো যেকোনো কিছু সার্চ দিবেন। তারপর দেখবেন অটোমেটিক আপনাকে একটি পেইজে নিয়ে যাবে সেখান থেকেই আপনারা কুইজ খেলতে পারবেন।

[বি: দ্র: এই এপ্সটি প্রতি মাসে যেকোনো এক সপ্তাহেই এরকম কুইজের আয়োজন করে। কখনো কখনো এক মাসেরও আরো বেশি সময় পর এই কুইজ এর আয়োজন করে। আবার কখনো দেখা গেছে এক মাসেই ২-৩ সপ্তাহে এই কুইজের আয়োজন করে থাকে ]

তাই যাদের প্রথমে হবেনা তারা আবার কিছুদিন পর পর চেষ্টা করবেন।

আর কুইজের প্রশ্ন তিনটি অনেক সহজ হয়ে থাকে। আর স্পিন করার সুযোগ থাকে ২ বার।

কিন্তু একটি কথা মাথায় রাখবেন। কুইজ এবং লটারিতে কিন্তু সবার নাম আসলেও সবাই পায় না পুরষ্কার।

যদি এই কুইজে ৫০০ জন ও পুরষ্কার পাওয়ার লটারি তে জিতে যায় তবে তাদের মধ্যে আবার লটারি হবে এবং সেই লটারি থেকে ভাগ্যবান / ভাগ্যবতী মাত্র ৩ জন থেকে ৭ জন ব্যাক্তি ই তাদের হাতে পেয়ে যাবেন আকর্ষনীয় পুরষ্কার।

যদিও পরিসর অনেক কম কিন্তু ভাগ্যে থাকলে পুরষ্কার পাবেন এটা নিশ্চিত এবং ১০০ ভাগ সত্য।

ধন্যবাদ সবাইকে।

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.